জেলার খবর

ঠাকুরনগরে সাড়ম্বরে শুরু হল ২১ তম বর্ষের ব্লক পুষ্প ও কৃষি মেলা

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া,  ঠাকুরনগরে সাড়ম্বরে শুরু হল ২১ তম বর্ষের ব্লক পুষ্প ও কৃষি মেলা। এলাকার কৃষিজীবী মানুষজনের বর্ণময় শোভাযাত্রা, আদিবাসী মহিলাদের নৃত্য ও পতাকা উত্তলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ঠাকুরনগর ষ্টেশন সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত গাইঘাটা ব্লক পুষ্প, কৃষি ও শিল্প মেলার শুভ সূচনা করেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট জনের মধ্যে ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, সহ – সভাপতি ইলা বাকচি, কর্মাধক্ষ্য অজয় দত্ত, ইছাপুর ২ ও শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান যথাক্রমে সীমা মণ্ডল ও সীমা দাস, উপপ্রধান পপি দেব, বর্ষিয়ান শিক্ষক ও সমাজকর্মী কালিপদ বিশ্বাস, ড. নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, সমীর কিশোর নন্দী, মেলার অন্যতম পৃষ্ঠপোষক সুরজিৎ বিশ্বাস, শিক্ষক অনুপম দে, সঞ্জয় ঘোষ, পিনাকি বিশ্বাস, অভিজিৎ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস, কৃষ্ণপদ ঘোষ প্রমুখ। উদ্যোক্তারা সকলকেই বরণ করে নেন।

এলাকা স্বাগত ভাষনে কমিটির সভাপতি শিক্ষক গোবিন্দ চন্দ্র ঘটক উপস্থিত সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলেন, কৃষিজীবি মানুষের কল্যানে ২০০৩ সাল থেকে এই মেলা হয়ে আসছে। পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, কৃষকরা দেশের সম্পদ, আমরা সর্ব্বদা তাদের আছি। বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক পেনশন ও কৃষক বীমার ব্যবস্থা করেছেন। এই মেলার মাধ্যমে কৃষকগন সমৃদ্ধ হবেন। মেলা প্রাঙ্গনে প্রতিদিন কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *