রাজ্য

ঠাকুরনগর ‘ অনুরঞ্জন ‘ নাট্যসংস্থা ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ২১ দিনব্যাপী বিখ্যাত ভারত রঙ্গ মহোৎসব

নীরেশ ভৌমিক : ২১ ফেব্রুয়ারি ; ঠাকুরনগর ‘ অনুরঞ্জন ‘ নাট্যসংস্থা ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ০১ ফেব্রুয়ারি- ২১ ফেব্রুয়ারি ২০২৪ তথা ২১ দিনব্যাপী বিখ্যাত ভারত রঙ্গ মহোৎসবের ডাকে সাড়া দিয়ে সম্মানের সহিত দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক থিয়েটার ফেস্টিভালে  ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।এবারের ২৫ তম ভারত রঙ্গ মহোৎসব বছরটি বিশেষ তাৎপর্য বহন করে কারণ এন এস ডি নাট্যকলার জাদু  সকলের সম্মুখে তুলে ধরার জন্য এক উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে,যা হলো ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ বিশ্ব একটি পরিবার।

এই বার্তা সকলের কাছে পৌঁছে লক্ষ্যে ২১ ফেব্রুয়ারি সকল নাট্য সংস্থাকে একত্রিত হয়ে ভারতের রঙ্গ মহোৎসবে যোগদানের জন্য আহ্বান জানানো হয়।সেই উপলক্ষে অনুরঞ্জন এদিন সন্ধ্যায় এক সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে নিজ নাট্য গৃহে। নাট্যকলার সমৃদ্ধ ইতিহাস ,ঐতিহ্য ,বৈচিত্র্য ও শৈল্পিক শ্রেষ্ঠতা উপর ভিত্তি করে বসুধৈব কুটুম্বকম মূল অর্থ নাটক “পঞ্চম বেদ” এর মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করে।অনুরঞ্জন নাট্যসংস্থার পক্ষ থেকে জানানো হয় যে , দেশের প্রতিটি থিয়েটার প্লাটফর্ম এর কাছে এটি একটি গর্বের বিষয় যে এনএসডি  সামাজিক সম্প্রীতি উদযাপনের পাশাপাশি দেশ-বিদেশের সংস্কৃতির মধ্যে ঐক্য স্থাপন  করা এবং বিভিন্ন কলার মাধ্যমে দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার প্রচেষ্টা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *