আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবর

ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ তথা প্লাটিনাম জয়ন্তী উদযাপন

নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, দেশের স্বাধীনতার লাভের অব্যহিত পরে ১৯৪৯ সালের ৮ জানুয়ারী এলাকার শিক্ষাদরদি মানুষজনের আন্তরিক প্রয়াসে প্রতিষ্ঠিত হয়েছিল ঠাকুরনগর উচ্চবিদ্যালয়। গত ৩ জানুয়ারি বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী ও প্রাক্তন পড়ুয়াগন সহ এলেকার শুভানুধায়ী মানুষজনের ঐকান্তিক উদ্যোগে সূচনা হয় বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসব।

মঙ্গলদীপ প্রজ্বলন ও ছাত্র-ছাত্রী (বর্তমান ও প্রাক্তন) এদিন সকালে জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন, ছাত্র-ছাত্রী এবং এলাকার শিক্ষানুরাগি মানুষজনের এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিদ্যালয়ের ৭৫ তম জন্মদিন উপলক্ষে এন . সি . সি ক্যাডেটদের কুচকাওয়াজ, বিভিন্ন সাজে পড়ুয়ারা, তিনদিন ব্যাপী আয়োজিত উৎসবের সূচনা হয়। সুমার্জ্জিত ট্যাবলো, মহিলাদের হাতে কুলো এবং পদযাত্রার পুরোভাগে প্রধান শিক্ষক সহ বহু বিশিষ্ট জনদের উপস্থিতি এদিনের পদযাত্রাকে আকর্ষনীয় করে তোলে।

মধ্যাহ্নে বিদ্যালয় প্রাঙ্গনের সুসজ্জিত মঞ্চে পড়ুয়াগণের কণ্ঠে সমবেত কণ্ঠে আগুনের এই পরশমণি ছোঁয়াও প্রানে সংগীতের মধ্য দিয়ে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিতেশ বিশ্বাস বলেন, এই বিদ্যালয় এলাকার সকলের, এলেকাবাসীর সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের প্যাটিনাম জয়ন্তী তথা ৭৫ তম বর্ষ উৎযাপন সার্থক হয়ে উঠবে। সারা বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসব পালন করা হবে বলে প্রধান শিক্ষক শ্রী বিশ্বাস জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *