ঠাকুরনগর কলাভূমির কবি বন্দনায় নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে ঠাকুরনগরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন কলাভূমি। গত ২৫ মে ঠাকুরনগর উদয়ন সংঘের সহযোগিতায় স্টেশন পার্শ্বস্থ খেলার মাঠে কলাভূমির নৃত্যশিল্পী’গণের সমবেত নৃত্যের অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি প্রণামের অনুষ্ঠানের সূচনা হয়।

নৃত্যশিল্পী’গণের সমবেত নৃত্যে ‘প্রথম আদি তব শক্তি’ নৃত্যের মধ্য দিয়ে কবি প্রণাম অনুষ্ঠানের সূচনা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সংস্কৃতিপ্রেমী শিক্ষক গোবিন্দ চন্দ্র ঘটক, ডঃ অরূপ মজুমদার, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, কবি বৈদ্যনাথ দলপতি, বিশিষ্ট নৃত্যশিল্পী শঙ্কর বাইন, সংস্কৃতিপ্রেমী পাঁচু গোপাল হাজরা, তপন দত্ত প্রমুখ।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ কবিগুরুর জীবন ও তাঁর অমূল্য সৃষ্টি ও দর্শনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।কবি বন্দনার অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য ছাড়াও ছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঝর্ণা মন্ডলের রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান, সৃজন আবৃতি চর্চা কেন্দ্রের বাচিক শিল্পীদের

কন্ঠে রবীন্দ্র কবিতা আবৃত্তি, স্থানীয় পরশ সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনের কর্ণধার শাশ্বত বিশ্বাস এর পরিচালনায় সদস্যদের মূকাভিনয় নাটক ‘পিঠে খেলে পেটে সয়’ এবং বিশিষ্ট নাট্য পরিচালক মিন্টু মজুমদারের নির্দেশনায় ঠাকুরনগর অনুরঞ্জন এর অভিনেতা’গণ মঞ্চস্থ করেন মজার নাটক ‘ভুরিভোজ’।

সবশেষে বিশিষ্ট নৃত্য শিল্পী ও প্রশিক্ষক কৃষ্ণ বণিক ও স্বনামধন্য নৃত্যশিল্পী অপূর্ব লাল গায়েন এর পরিচালনায় কলাভূমির নৃত্যশিল্পী ও শিক্ষার্থীদের অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে। শশাডাঙ্গা আর পি বিদ্যালয় ও গাইঘাটা এফ পি স্কুলের শিক্ষার্থী’গণ পরিবেশিত রবীন্দ্রনৃত্যের অনুষ্ঠান কলাভূমি আয়োজিত রবীন্দ্র প্রণামের অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।








