ঠাকুরনগর কলাভূমির বার্ষিক উৎসবে নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : সংস্থার কর্ণধার প্রখ্যাত নৃত্যশিল্পী ও প্রশিক্ষক কৃষ্ণ বণিক ও সহশিল্পীদের সমবেত নৃত্য ‘ আলো আলোকময়’ এর মধ্যে দিয়ে গত ১৫ মার্চ সন্ধ্যায় মহাসমারোহে শুরু হয় ঠাকুরনগরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন কলাভূমির চতুর্থ বার্ষিক অনুষ্ঠান।

স্থানীয় উদয়ন সংঘের সহযোগিতায় ঠাকুরনগর খেলার মাঠের সুসজ্জিত মঞ্চে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য অভিজিৎ বিশ্বাস।

ছিলেন স্থানীয় ইছাপুর ২ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মনীন্দ্রনাথ দত্ত, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক অনুপম দত্ত, রঞ্জিত বণিক বিশ্বাস, ডাঃ শ্রীবাস্তব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃণাল কান্তি বিশ্বাস প্রমুখ।

কলাভূমির সভাপতি ডঃ অরূপ মজুমদার ও সম্পাদক কৃষ্ণ বণিক সকলকে স্বাগত জানান। সংস্থার সদস্য নৃত্যশিল্পীগণ উপস্থিত বিশিষ্টজনদের পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে নৃত্য সহ সুস্থ সংস্কৃতির চর্চা ও প্রসারে নৃত্য শিক্ষক কৃষ্ণ বণিক ও তার পরিচালিত প্রতিষ্ঠান ঠাকুরনগর কলাভূমির প্রয়াসকে সাধুবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংস্থার নৃত্য শিক্ষার্থীগণ পরিবেশিত নৃত্যানুষ্ঠান মর্ডান নৃত্য মালা ও মার্শাল আর্ট এবং স্থানীয় গুরু নানক নার্সারি স্কুলের পড়ুয়াগণ পরিবেশিত নৃত্যনাট্য ‘টুনটুনি ও দুষ্টু বিড়াল’ সমবেত দর্শক সাধারনের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে।

সঞ্চালক বিশিষ্ট আবৃত্তিকার সূর্যকান্ত সরকারের সুচারু পরিচালনায় উদ্বোধনী দিনের সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।দ্বিতীয় দিন সন্ধ্যায় শাস্ত্রীয় নৃত্যমালায় কৃষ্ণ বণিকের কত্থক নৃত্যের অনুষ্ঠান শেষে সৃজন আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্যদের আবৃত্তির অনুষ্ঠান

এবং ছোটদের নৃত্যমালায় ‘আয় বৃষ্টি ঝেপে’ এবং শেষে নৃত্য প্রশিক্ষক কৃষ্ণ বণিক এর নির্দেশনায় পরিবেশিত নৃত্যনাট্য ‘নারী’ সমবেত দর্শক মন্ডলীকে মুগ্ধ করে। সবকিছু মিলিয়ে ঠাকুরনগর কলাভূমির ৪র্থ বর্ষের বার্ষিক উৎসব সার্থকতা লাভ করে।








