অনুষ্ঠানউৎসবজেলার খবর

ঠাকুরনগর কলাভূমির বিজয়া উৎসব

নীরেশ ভৌমিক : ঠাকুরনগরের অন্যতম নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান ঠাকুরনগর কলাভূমির সদস্যগণ গত ২০ অক্টোবর অপরাহ্নে বিজয়া উৎসবে মিলিত হন।

বিজয়া সম্মেলনে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি ডঃ অরূপ মজুমদার, স্থানীয় জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস সহ প্রশিক্ষনার্থী নৃত্য শিল্পী’গণের অভিভাবকগণ। কলাভূমির কর্ণধার স্বনামধন্য নৃত্য শিল্পী ও প্রশিক্ষক কৃষ্ণ বণিক উপস্থিত সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভ বিজয়ার প্রেক্ষাপট তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দান করেন।মনোজ্ঞ অনুষ্ঠানে সমবেত নৃত্য প্রশিক্ষনার্থী’গণ একক ও সমবেত নৃত্য পরিবেশন করেন।

কচি-কাঁচা প্রশিক্ষনার্থীগণের সংগীত, নৃত্য, আবৃত্তি এবং কথায়-কবিতায় এদিনের আয়োজিত বিজয়া উৎসব বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। পরিশেষে মিষ্টিমুখের মধ্য দিয়ে বিজয়া উৎসবের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *