ঠাকুরনগর প্রতিধ্বনির নতুন প্রযোজনা নৃত্যনাট্য চন্ডালিকা
সমর বিশ্বাস : ঠাকুরনগরের অন্যতম সাংস্কৃতিক সংস্থা প্রতিধ্বনি সারা বছর ধরেই সুস্থ-সংস্কৃতির চর্চা করে থাকে। সম্প্রতি তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চন্ডালিকা নৃত্যনাট্য’টি প্রস্তুত করেছে।
ভারত সরকারের সংগীত ও নাট্য একাডেমীর অর্থানুকুল্যে প্রস্তুত এই নৃত্যনাট্য’টি সম্প্রতি কবি বিনয় মজুমদারের নামাঙ্কিত ঠাকুরনগর স্টেশন সংলগ্ন বিনয় সদনে মঞ্চস্থ হয়েছে।
নৃত্যনাট্য’টির নির্দেশনায় ছিলেন সংস্থার নৃত্য শিক্ষিকা ও বিশিষ্ট নৃত্যশিল্পী মাম্পি দাস পাল, অন্যান্য শিল্পীদের মধ্যে স্বর্ণালী টিকাদার, মধুশ্রী বিশ্বাস প্রমুখের অভিনয় ও নৃত্যশৈলী প্রশংসার দাবি রাখে। প্রতিধ্বনি সাংস্কৃতিক সংস্থা প্রযোজিত নৃত্যনাট্য চন্ডালিকা এলাকায় বেশ সাড়া ফেলে।