ঠাকুরনগর প্রতিধ্বনির প্রতিষ্ঠা দিবসে নানা অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : ১৪ নভেম্বর ছিল ঠাকুরনগরের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিধ্বনি সাংস্কৃতিক সংস্থার ২৯ তম প্রতিষ্ঠা দিবস। দিনটিকে স্মরণীয় করে রাখতে সংস্থার সদস্য’গণ দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রতিধ্বনি সাংস্কৃতিক সংস্থা সম্পাদক পার্থপ্রতিম দাস জানান, অপরাহ্ণে সংস্থার মহলা কক্ষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট-বড় সদস্য সদস্যা’গণ সংগীত, নৃত্য, আবৃত্তি ও নৃত্যনাট্য ইত্যাদি পরিবেশন করেন।
উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাকালের সদস্য’গণ সহ কয়েকজন অভিভাবক ও। নানা অনুষ্ঠানের দিনটি মুখরিত হয়ে ওঠে।