ঠাকুরনগর মাইম একাডেমীর নতুন প্রযোজনা ‘বেঁচে থাকার লড়াই’
নীরেশ ভৌমিক : ঠাকুরনগরের অন্যতম সাংস্কৃতিক সংস্থা ঠাকুরনগর মাইম একাডেমী অফ কালচার দীর্ঘদিন যাবৎ মাইম মূকাভিনয় এর অনুষ্ঠান পরিবেশন করে সংস্কৃতি প্রেমী মানুষজনের মন জয় করে চলেছে।
মাইম একাডেমী প্রযোজিত মূকাভিনয় নাটকগুলি ও দর্শকমহলেও প্রশংসা লাভ করছে। সম্প্রতি ভারত সরকারের সঙ্গীত ও নাটক একাডেমীর অর্থানুকুল্যে প্রযোজিত মূকাভিনয় নাটক ‘বেঁচে থাকার লড়াই’ নাটকটি সম্প্রতি মঞ্চস্থ হয় সংস্থার জানকি মঞ্চে।
নাটকটিতে একজন হতদরিদ্র কৃষিজীবী মানুষের জীবন সংগ্রামের কাহিনী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক চন্দ্রকান্ত শিরালী। শ্রী শিরালীর নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন সহ-নির্দেশক
ধীমান সমাদ্দার, জয়জিত বিশ্বাস, প্রদীপ মণ্ডল, সোমালিসা বায়েন, সংগীত বিশ্বাস, রুপি বিশ্বাস, জয়জিৎ ঢালী, সুনন্দা মজুমদার, সজল বিশ্বাস ও দেবব্রত বাগচি প্রমূখ।
মাইম একাডেমীর পরিচালক চন্দ্রকান্ত বাবুর নির্দেশনায় এবং সংস্থার কুশীলব’গণের অভিনয়ে সমৃদ্ধ নাটকটি সমবেত দর্শক মন্ডলীর মনের মনিকোঠায় স্থান করে নেয়।