জেলার খবর

ঠাকুরনগর মিলন সংঘ প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হল গোবরডাঙ্গা মৃদঙ্গমের নব তম দেশ ভক্তি নাট্য প্রযোজনা

নীরেশ ভৌমিক : গত ১৪ ই আগস্ট ২০২৩, ঠাকুরনগর মিলন সংঘ প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হয়ে গেলো গোবরডাঙ্গা মৃদঙ্গম – এর নব তম দেশ ভক্তি নাট্য প্রযোজনা “The Unseen Hero- Satish Kar’- A freedom Fighter”। ভাবনা, নাট্য রচনা ও নির্দেশনা দিয়েছেন বরুণ কর।

যযয স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সারা দেশ জুড়ে গত ২ বছর ধরে যে “আজাদী কা অমৃত মহোৎসব”এর অনুষ্ঠান চলছিল তার একটা অংশীদার হিসাবে সঙ্গীত নাটক একাডেমী, নিউ দিল্লী, র আর্থিক সহায়তায় গোবরডাঙ্গা মৃদঙ্গম এই নাটকটি মঞ্চস্থ করতে সক্ষম হয়।

পরাধীনতার শৃংখল থেকে ভারতবর্ষ কে মুক্ত করবার জন্য কত সহস্র যে অজানা বীর প্রাণ দিয়েছে, কত অজানা বীর যে দেশের জন্য বাড়ী ঘর ছেড়ে স্বাধীনতার লড়াই এ ঝাঁপিয়ে পড়েছিল তা স্বাধীন ভারতের প্রায় সংখ্যক নাগরিক তাদের নামও জানে না বা জানলেও মনে রাখে নি। সেই সমস্ত অজানা বীর দের মধ্যে একজন ছিলেন সতীশ চন্দ্র কর বা সতীশ কর যিনি অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেলায় ১৯০৬ সালে জন্ম গ্রহণ করেন।

ছোট থেকেই তিনি ছিলেন খুব জেদী ও একরোখা, স্কুলে পড়তে পড়তেই বিধু ভূষণ সেনর সাথে পরিচিত হন ও যুগান্তর পার্টিতে যুক্ত হন, বিধু ভূষণ সেন এর নেতৃত্বে ব্রিটিশ দের তাড়ানোর জন্য বোম বাঁধা শুরু করেন, পার্টি ফান্ড এর জন্য রেল ডাকাতি করতে থাকেন। ব্রিটিশ সৈন্য গ্রামে আসছে শুনতে পেয়ে জনসমক্ষে তাকে কুপিয়ে হত্যা করেন। তার পরবর্তী সময়ে তিনি নানান জায়গায় পালিয়ে পালিয়ে বেরিয়েছেন, অনেক সময় বোম মেরে ব্রিটিশ দের তাড়িয়ে বেরিয়েছেন, অবশেষে তিনি ধরা পড়েন, প্রথমে ময়মনসিংহ জেলে, তারপর সেখান থেকে ঢাকা, তারপর ১৯৩২ সালে বহরমপুর জেলে পাঠানো হয়।

সেখান থেকে তেহার জেলে, জেলে বসেও তিনি বিপ্লবীদের উদ্বুদ্ধ করতে থাকেন। দেশ স্বাধীন হবার পর, ভারত সরকার এই সমস্ত বিপ্লবীদের সরকারী স্বীকৃত দেয় ও মাসিক ভেতর ব্যবস্থা করে দেয়। স্বাধীনতার ২৫ বছর পূর্তিতে সতীশ কর কে ইন্দ্রা গান্ধী তাম্প্র পত্র প্রদান করেন। আর আজ স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে গোবরডাঙ্গা মৃদঙ্গম নাটকের মধ্য দিয়ে তার জীবন কাহিনী মানুষের কাছে পৌঁছে দেবার প্রচেষ্টা দেখালো। নাটকের কলা কুশীলব নতুন হলেও যথা যথ চেষ্টা করেছে চরিত্র গুলোকে ফুটিয়ে তুলতে। মঞ্চ ও আলো যথাযথ। মৃদঙ্গম এর এই প্রয়াস আরো অনেকদূর এগিয়ে চলুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *