আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

District newsঅনুষ্ঠানজেলার খবরসভা ও সমাবেশসর্ম্বধনাস্বাস্থ্য

যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় ডাক্তার দিবস’ পালন করলো বাগদা গ্রামীণ হাসপাতাল

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : সমগ্র ভারতবর্ষের অসংখ্য স্বাস্থ্যকেন্দ্রে ১লা জুলাই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। যাঁকে কেন্দ্র করেই এই ‘জাতীয় ডাক্তার দিবস’ তিনি ছিলেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের একজন স্বনামধন্য চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়।

আজ ১লা জুলাই তাঁর জন্ম এবং মৃত্যু দিবস। তাঁর ডাক্তারী সত্ত্বাকে যথযথ সন্মান জানাতে অনুষ্ঠানের শুরুতেই সম্মিলিত ভাবে ডাঃ বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

পরে হাসপাতালের জনপ্রিয় বিএমওএইস ডাঃ শুভ্রজ্যোতি মজুমদারের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত অতিথিদের উত্তরীয়, ফুলের তোড়া ও মোমেন্ট দিয়ে অতিথিদের বরন করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বাগদার পঞ্চায়েত প্রধান সঞ্চিত সর্দারের পক্ষ থেকেও বিভিন্ন উপহার প্রদানের মাধ্যমে ‘জাতীয় ডাক্তার দিবসের’ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ, ডাক্তারবাবুগন, আশা কর্মীবৃন্দ সহ হাসপাতালের সকল ষ্টাফ, নন-ষ্টাফদেরকে বিশেষ ভাবে সন্মান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগদার জনপ্রিয় বিধায়ক মধুপর্ণা ঠাকুর।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, সহকারী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, বাগদার পঞ্চায়েত প্রধান প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাগদা থানার এস আই, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ, বয়রা পঞ্চায়েতের উপ-প্রধান, ছিলেন বিএমওএইস ডাঃ শুভ্রজ্যোতি মজুমদার, ডাঃ মৃদুল সাহা, ডাঃ দেবাংশু সরকার, ডাঃ পলাশ মন্ডল (গাইনো), ডাঃ সুদিপ বাবু, ডাঃ হরলাল সূত্রধর, ডাঃ সুজিত বৈরাগী, নার্স, আয়া, আশার সুপারভাইজার পুতুল সাহা বিশ্বাস

সহ হাসপাতালের সকল স্বাস্থ্য সহায়ক-সহায়িকা কর্মীবৃন্দ।অনুষ্ঠানের শুরুতেই হাসপাতালের জনপ্রিয় বিএমওএইস ডাঃ শুভ্রজ্যোতি মজুমদারের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত অতিথিদের উত্তরীয়, ফুলের তোড়া ও মোমেন্ট প্রদানের মাধ্যমে অতিথিদের বরন করে নেওয়া হয়।

আবার বাগদার মানবিক পঞ্চায়েত প্রধান সঞ্চিত সর্দারের পক্ষ থেকেও বিভিন্ন উপহার প্রদানের মাধ্যমে ‘জাতীয় ডাক্তার দিবসের’ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ, ডাক্তারবাবুগন, আশা কর্মীবৃন্দ সহ হাসপাতালের সকল ষ্টাফ, নন-ষ্টাফদেরকে বিশেষ ভাবে সন্মান জানানো হয়।

জাতীয় চিকিৎসক দিবসে চিকিৎসা, সেবা, স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তারবাবুদের সাথে রোগীর অন্যতম সম্পর্ক ও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এই বিশেষ অনুষ্ঠানে গঠনমূলক বক্তব্য রাখেন, বিধায়ক মধুপর্ণা ঠাকুর, বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, সহকারী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি,

পঞ্চায়েত সমিতির সহঃসভাপতি, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ হাসপাতালের ডাক্তার বাবুরা। সমগ্র অনুষ্ঠানটি যার সঞ্চালনায় সমৃদ্ধ ও প্রাণবন্ত হয়ে ওঠে, তিনি বাগদা গ্রামীণ হাসপাতালের সার্বিক উন্নয়নে নিবেদিত প্রাণ, হাসপাতালেই বিএমওএইস ডাঃ শুভ্রজ্যোতি মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *