ডিয়ার লটারীতে ভাগ্য ফিরলো লক্ষন ঘোষের
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : লটারী পেয়ে কোটিপতি হল কুলবেড়ের লক্ষন ঘোষ। হ্যাঁ মাত্র ৬০ টাকার ডিয়ার লটারী বদলে দিল সাইকেল মিস্ত্রী লক্ষন ঘোষের ভাগ্য। তার হেলেঞ্চা বাজারে একটা সাইকেল মেরামোতের দোকান ছিল, এর উপর থেকেই গরীবানা হালে চলতো তার সংসার। খুব কষ্ট করে মেয়েটাকে কলেজে পড়ালেও ছেলেটাকে আর কলেজে পড়াতে পারিনি সে। লটারী পেয়ে সে ছেলে মেয়ে সহ তার পরিবারকে সুখী রাখতে, জীবনের সকল কষ্টকে ধুঁয়ে দিয়ে সুখের সাগরে ভাষতে চাই।