ডেঙ্গু প্রতিরোধে নাটিকা চাঁদপাড়ার দীঘা সুকান্তপল্লী স্কুলে
নীরেশ ভৌমিক: নাটকের শহর গোবরডাঙার মৃদঙ্গম নাট্য দলের পরিচালনায় ও গাইঘাটা পূর্ব চক্রের দীঘা সুকান্তপলী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণের ব্যবস্থাপনায় গত ৫ আগস্ট মঞ্চস্থ হল বিদ্যালয়ের পড়ুয়াগন পরিবেশিত ডেঙ্গু সচেতনতার নাটক ‘ডেঙ্গু ও আমরা’।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব বিশ্বাসের আহ্বানে মৃদঙ্গম নাট্যদলের কর্ণধার বিশিষ্ট নাট্য পরিচালক বরুণ করের নির্দেশনায়
৬ দিন ব্যাপী এক নাট্যকর্মশালা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ে। বিদ্যালয়ের ২৫ জন ছাত্র-ছাত্রী এই কর্মশালায় অংশ গ্রহণ করে।
কর্মশালায় নাটক ছাড়াও সংগীত, আবৃত্তি, নৃত্য ও মাইম মূকাভিনয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। গত ৫ আগস্ট কর্মশালার শেষ দিনে কর্মশালায় প্রস্তুত সচেতনতা ও শিক্ষামূলক নাটক ‘ডেঙ্গু ও আমরা’ নাটকটি পরিবেশিত হয়।
এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাগণ ছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুব্রত বৈদ্য, গ্রামবাসী বিষ্ণুপদ বিশ্বাস, অভিভাবক সহ শিক্ষানুরাগী মানুষজন। মাত্র ৪-৫ দিনে প্রস্তুত নাটকটিতে কচি-কাঁচা পড়ুয়াগণের অংশগ্রহণ এবং
সুন্দর অভিনয় উপস্থিত সকলের প্রশংসা লাভ করে। উপস্থিত সকলে বিদ্যালয় কর্তৃপক্ষ এর সেই সঙ্গে মৃদঙ্গম নাট্যদলের সদস্যগণের অভিনয় শিক্ষণ সহ শিক্ষামূলক নাটক পরিবেশনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।