আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউদ্বোধন

ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে উদ্বোধন হলো অত্যাধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব সীমান্তবর্তী কলেজের ডিজিটাল অগ্রযাত্রায় নতুন সংযোজন

পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : বাংলাদেশ সীমান্ত সংলগ্ন হেলেঞ্চার ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে শনিবার উদ্বোধন হলো অত্যাধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব। এই ল্যাব স্থাপিত হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)–এর CSR প্রকল্পের আর্থিক সহায়তায়।

কলেজের নবনির্মিত অডিটোরিয়ামে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ল্যাবটির উদ্বোধন করেন ভারতীয় স্টেট ব্যাংকের কলকাতা সার্কেলের জেনারেল ম্যানেজার শ্রী সুনীল কুমার সিং। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিআই-এর বনগাঁ ও বাগদা শাখার কর্মকর্তা বৃন্দ, এসসি-এসটি ও অনগ্রসর শ্রেণির সংগঠনের সভাপতি ও সম্পাদক সহ বিশিষ্ট অতিথিরা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলেজের অধ্যাপিকা সাবেকুন নাহার।কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে নাচ, গান ও আবৃত্তি পরিবেশিত হয়। তাদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত সকলের মন কেড়ে নেয়। অতিথিরা কলেজের সাংস্কৃতিক পরিমণ্ডল ও ছাত্রছাত্রীদের শৃঙ্খলাবোধ দেখে মুগ্ধ হন।

উদ্বোধনী ভাষণে শ্রী সুনীল কুমার সিং বলেন, “আমাদের ধারণা ছিল না যে, কলকাতা থেকে শত কিলোমিটার দূরে, সীমান্ত সংলগ্ন একটি কলেজে এত সুন্দরভাবে ডিজিটাল শিক্ষার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। ছাত্রছাত্রীদের শৃঙ্খলা, প্রযুক্তিবান্ধব দৃষ্টিভঙ্গি এবং শিক্ষকদের উৎসাহ দেখে আমরা অভিভূত। আজকের এই ল্যাঙ্গুয়েজ ল্যাব কেবল একটি কক্ষ নয়— এটি সীমান্ত অঞ্চলের শিক্ষার্থীদের বিশ্বমানের ডিজিটাল শিক্ষার সঙ্গে সংযোগের সেতু।”

এই উপলক্ষে কলেজের অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাস জানান, “আজ থেকে আমাদের কলেজে যুক্ত হয়েছে আরও ৮টি কম্পিউটার, ৩টি ল্যাপটপ, ৩টি ডিজিটাল প্যানেল, ২টি প্রজেক্টর ও অন্যান্য আধুনিক সরঞ্জাম। এর ফলে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের ডিজিটাল জ্ঞানচর্চা আরও সমৃদ্ধ হবে।”

সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও কলেজটির ডিজিটাল রূপায়ণ, সুশৃঙ্খল পরিবেশ এবং সাংস্কৃতিক চেতনা সত্যিই প্রশংসনীয় — এমনটাই মতামত প্রকাশ করেছেন উপস্থিত কর্মকর্তারা। কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।এই উদ্যোগ কলেজটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ডিজিটাল শিক্ষার নতুন দিগন্তে — এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *