ঢাকুরিয়া ইয়ং স্টার ক্লাবের শ্যামা পূজোয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
নীরেশ ভৌমিক : বিগত বৎসরগুলির মতো এবারও চাঁদপাড়ার ঢাকুরিয়া ইয়ং স্টার ক্লাব বাইরে থেকে চাঁদা না তুলে শুধুমাত্র সংগঠনের সদস্যদের প্রদেয় অর্থে শ্রীশ্রী শ্যামা পূজার আয়োজন করে। সাড়ম্বরে পুজো সম্পন্ন সেই সঙ্গে ছিল বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান।
ক্লাবের অন্যতম সদস্য তপন দে জানান, সুসজ্জিত পূজা মণ্ডপ পার্শ্বস্থ অস্থায়ী মঞ্চে সংগীত লোকগান, লোকনৃত্য ছাড়াও ছিল আলোচনা সভা। বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল, বর্তমান যুব সমাজ ও মানবিক মূল্যবোধ। ছোটদের জন্য ছিল বসে আঁকো ও নৃত্য প্রতিযোগিতা।
বিভিন্ন প্রতিযোগিতা’কে ঘিরে প্রতিযোগী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবক’গণের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। সংস্কৃতিপ্রেমী অরিন্দম চক্রবর্তী, দেব রঞ্জন সেন, চিরব্রত রায়, শ্যামল বিশ্বাস, তপন দে, বিশ্বজিৎ মুখার্জী প্রমূখ ক্লাব সদস্য’গণের আন্তরিক প্রয়াসে আয়োজিত সমগ্র অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।
প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগী’গণের হাতে আকর্ষণীয় পুরস্কার ও শংসাপত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানানোর উদ্যোক্তারা। এলাকার শিক্ষা ও সংস্কৃতিপ্রেমী মানুষজন শ্যামাপূজা উপলক্ষে ইয়ং স্টার ক্লাবের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।