ঢাকুরিয়া হাই স্কুলের শিক্ষক মলয় ঘোষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : চাঁদপাড়ার ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রথিতযশা ভূগোল শিক্ষক মলয় ঘোষ সুদীর্ঘ ৩৯ বৎসরের কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন চলতি মাসেই।
পূজাবকাশ পড়ে যাওয়ায় তার সহকর্মী’গণ গত ১৭ অক্টোবর বিদায়ী শিক্ষক মলয় বাবুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
এদিন মধ্যাহ্নে বিদ্যালয়ের সভাগৃহে আয়োজিত বিদায় অনুষ্ঠানের তার প্রিয় সহকর্মী ও স্নেহের ছাত্র-ছাত্রীগণ অশ্রুসিক্ত নয়নে ও নানা উপহারে বিদায় শিক্ষক মলয় বাবুকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি কাজল ঘোষ, সদস্য উত্তম লোধ ছাড়াও বিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন ছাত্র এবং সেই সঙ্গে মলয় বাবুর স্ত্রী, কন্যা ও জামাতাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৮৪ সালে এই বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক হাবড়ার বাসিন্দা শ্যামল কান্তি ঘোষের অকাল প্রয়াণের পর মলয় বাবু সে বছরই ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয় যোগ দেন।
বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সাথে তার ছিল নিকট সম্পর্ক। উপস্থিত সকলেই মলয় স্যারের অবসর জীবনের সুখ শান্তি ও সুস্থতা কামনা করেন।