জেলার খবরশিক্ষা

তরুণতীর্থের বার্ষিক শিক্ষা শিবির

নীরেশ ভৌমিক : ২৬ থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গার গাজনায় কিশলয় তরুণ তীর্থের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো শিশু-কিশোর সংস্থা তরুণতীর্থের বৃহত্তর কলকাতা জেলা বার্ষিক শিক্ষা শিবির। ২৭শে ডিসেম্বর আসর পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ডক্টর নিরঞ্জন বন্দোপাধ্যায়, মনোবিদ ডাঃ অরুণ অধিকারী, গীতিকার তাপস অধিকারী, শিক্ষা বন্ধু মিলন সাহা, বিষ্ণুপুর নির্মলা প্রভা হাই স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ চন্দ্র দাস, বৃহত্তর কলকাতা জেলার সভাপতি মৃণাল গুপ্ত, জেলা সম্পাদক মদন নন্দী, কিশলয় তরুণতীর্থের সম্পাদক ভাস্কর বসু, সভাপতি কিশোর কুমার বেপারী, কোষাধ্যক্ষ সুজিত দে প্রমুখ।

শিবিরে অংশগ্রহণকারীদের তিনদিন ধরে পিটি, প্যারেড, ব্রতচারী, ছড়া নৃত্য, লোকনৃত্য ড্রিল প্রভৃতি প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও মানসিক চর্চা, কবিতা আবৃত্তির উপরে প্রশিক্ষণ প্রদান করা হয়। ২৯ শে ডিসেম্বর সন্ধ্যায় অংশগ্রহণকারীদের দ্বারা প্রশিক্ষণ পাওয়া বিষয়সমূহের অভিপ্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

তরুণতীর্থের অন্যতম সংগঠক তপন দাস বলেন, প্রতিযোগিতা-সর্বস্ব পড়াশোনার চাপে শিশুরা একদিকে যেমন ভারাক্রান্ত, অপরদিকে নানা ডিজিটাল মাধ্যমের নিরন্তর হাতছানি শিশু কিশোরদের শারীরিক, মানসিক, সামাজিক ও বৌদ্ধিক বিকাশের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের শিশু কিশোরেরা, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের সু-নাগরিক বা আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠাটা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।

এই অবস্থায় তরুণ তীর্থ প্রতিবছরের মত এ বছরও থেকে ৭ থেকে ১৮ বছর বয়সের শিশু-কিশোরদের বার্ষিক শারীরিক ও মানসিক প্রশিক্ষণের শিক্ষা শিবির আয়োজন করেছে। এই শিবিরে কিশলয় তরুণ তীর্থের ভাইবোনেরা ছাড়াও সন্তোষপুরের কল্যাণ তরুণ তীর্থ, সোদপুরের সবুজ শিখা তরুণতীর্থ, গঙ্গানগর গাঁতি তরুণ তীর্থ, মুর্শিদাবাদ জেলার মহুলা নরেন্দ্রনাথ তরুণ তীর্থ, নগর ক্ষুদিরাম তরুণতীর্থ এর মোট দুশো এর বেশি ভাই বোনেরা অংশগ্রহণ করে।

শিবিরের অংশগ্রহণকারী ও আয়োজকদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ডঃ অরুপ সেনগুপ্ত। এছাড়াও তরুনতীর্থের রাজ্য সম্পাদক গগন নস্কর, প্রাক্তন সাংবাদিক ও সংগীতশিল্পী দেবাশীষ দাশগুপ্ত (টুটুল), প্রাক্তন শিক্ষক ও কবি অরুণাভ লাহিড়ী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক তাপস কুমার মন্ডল, সুটিয়া অঞ্চল পঞ্চায়েত প্রধান পম্পা পাল, পঞ্চায়েত সদস্য মৃগেন্দ্রনাথ সাহা,

অশোকনগর পুরসভার কাউন্সিলর কৃষ্ণা রায়, সাংবাদিক-নিরেশ ভৌমিক, তপন মন্ডল প্রমূখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বিশিষ্ট প্রশিক্ষকেরা উপস্থিত হয়ে এই শিবিরে প্রশিক্ষণ দান করেন তাদের মধ্যে ছিলেন সন্তু প্রামানিক, বিশ্বজিত তা, সুজিত ব্যানার্জি, রতন সরকার, সুখেন্দু নস্কর, মদন নন্দী, ভাস্কর বসু, রমা হালদার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *