জেলার খবর

তরুণ তীর্থের শিশু-কিশোর উৎসব গাইঘাটার গাজনায়

নীরেশ ভৌমিক: সংঘ, ত্যাগ, সত্য এই আদর্শকে পাথেও করে শিশু-কিশোরদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে ১৯৫২ সাল থেকে কাজ করে চলেছে তরুণ তীর্থের সদস্যগণ। গত ২৬ ডিসেম্বর গাইঘাটার গাজনা কিশলয় তরুণ তীর্থের ব্যবস্থাপনায় ও সংগঠনের বৃহত্তর কলকাতা জেলা শাখার উদ্যোগে শুরু হয় তরুণ তীর্থের বার্ষিক শিশু-কিশোর উৎসব ২০২২। পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ৫দিন ব্যাপী আয়োজিত শিক্ষা শিবিরের সূচনা করেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি সুবোধ ভৌমিক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডঃ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্থানীয় মধুসূদনকাটি সমবায় সমিতির সভাপতি কালীপদ সরকার, গাইঘাটা ব্লকের সমাজ কল্যাণ আধিকারিক বিশ্বজিৎ ঘোষ, শিক্ষাবন্ধু মিলন কান্তি সাহা, সংগঠনের জেলা সভাপতি মৃণাল গুপ্ত, অন্যতম সংগঠক গগন, নস্কর, তপন দাস, শিখা দত্ত, বিশিষ্ট কবি ও সাহিত্যিক শৈলেন হালদার। এছাড়াও ছিলেন সংগঠক ভাস্কর বসু, সুজিত দে প্রমূখ। শিক্ষক কিশোর ব্যাপারীর সুচারু পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। অন্যতম সংগঠক ভাস্কর বসু জানান, আয়োজিত শিবিরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলী, মুর্শিদাবাদের মহুলী তরুণ তীর্থ, কলকাতার বিধানগড়, কল্যাণ তরুণ তীর্থ ও কিশলয় তরুণ তীর্থের শিশু-কিশোর যোগ দেন। শিবিরে পিটি, প্যারেড, ছড়া, সঙ্গীত, আবৃত্তি ছাড়াও ছিল স্বরচিত কবিতা পাঠ এবং শিশুর বিকাশে শরীর ও মনের সম্পর্ক বিষয়ক আলোচনা সভা। পরিবেশিত হবে নাটক। রয়েছে হস্তশিল্পের প্রদর্শনী, পুস্তকের স্টল ও পানীয় জলে আর্সেনিক পরীক্ষার ব্যবস্থা। উৎসব প্রাঙ্গণের সুসজ্জিত মঞ্চে প্রতিদিন সন্ধ্যা থেকে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিবিরে যোগদানকারী শিশু-কিশোর’গণ ছাড়াও স্থানীয় মানুষজনের উপস্থিতি চোখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *