অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তাইকন্ডো পুরুষ ও মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৩-২০২৪

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ হেলেঞ্চা ড. বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তাইকন্ডো পুরুষ ও মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৩-২০২৪ ।

W.B.S.U স্পোর্টস বোর্ড আয়োজিত হেলেঞ্চা ড. বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পৃষ্ঠপোশকতায় অনুষ্ঠিত এই তাইকন্ডো চ্যাম্পিয়নশিপে রাজ্যের ১৬ টা কলেজের মোট ৭০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে বলে জানা গেছে।

অংশ গ্রহন কারীদের মধ্যে ছিল ২৫ জন ছাত্র ও ৪৫ জন ছাত্রী। উক্ত তাইকন্ডো চ্যাম্পিয়নশিপের সমগ্র প্রতিযোগী প্রতিযোগীনিরা ১০ জন কোচের তত্ত্বধানে ১ জন সন্মানীয় সিলেক্টর ও ৫ জন সু-দক্ষ রেফারীর নির্দেশনায় সুশৃঙ্খল ভাবে খেলা শেষ করে।

উল্লেখ্য এই তাইকন্ডো চ্যাম্পিয়নশিপে ছেলেদের মধ্যে সুজয় সাধু খাঁন, তুহিন সরকার ও বিষ্ণু দাস স্বর্ণ পদক এবং মেয়েদের মধ্যে মন্দিরা বিশ্বাস ও অরিভিয়া চক্রবর্তী স্বর্ণ পদক বিজয়ী হয়।

জানা গেছে, ওয়েস্ট বেঙ্গল ষ্টেট ইউনিভার্সিটি তাইকন্ডো পুরুষ ও মহিলা চ্যাম্পিয়ন শিপ ২০২৩-২০২৪ , এবং উত্তর-পূর্ব অঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় তাইকন্ডো চ্যাম্পিয়ন শিপ ছিল বড় মাপের চ্যাম্পিয়ন শিপে অংশ গ্রহনের জন্য ছিল একটা ট্রায়াল।

এখান থেকে নির্বাচিত খেলোয়াড়দের যে তালিকা প্রস্তুত হল, তার মধ্যে মহিলা টিমে রয়েছে মন্দিরা বিশ্বাস, দিশা দত্ত, অয়ন্তিকা মন্ডল, সঙ্গীতা চক্রবর্তী ও রিয়া পোদ্দারের নাম এবং পুরুষ টিমে রয়েছে রবি দাস, অভিজিৎ মন্ডল ও বিপ্লব সর্দারের নাম।

এরা পরবর্তীতে ষ্টেট ইউনিভার্সিটি তাইকন্ডো টিমের হয়ে অনেক বড় বড় ম্যাচে অংশ নিতে পারবে। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য, হেলেঞ্চার মত

সীমান্তবর্তী এলাকায় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তাইকন্ডো চ্যাম্পিয়নশিপ ২০২৩-২০২৪ হেলেঞ্চা ড. বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া,

ন্যাকের বিচারে মহাবিদ্যালয়টি ‘বি+’ হিসাবে স্বীকৃত হওয়া, বই মেলা, বিভিন্ন প্রকার অনুষ্ঠান সহ মহাবিদ্যালয়ের সর্ব্বাঙ্গীন উন্নয়নের কারিগর হিসাবে এলাকাবাসী এককথায় মহাবিদ্যালয়ের সুযোগ্য অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাশের নামটি সর্ব্বদা শ্রদ্ধার সাথেই স্মরন করে থাকে।










