তিন-তিনটি পত্রিকার প্রকাশনা উৎসব হল বাগদার ঐতিহ্যবাহী ক্লাব ‘ঐক্য সন্মিলনী’ এর শিল্প-সংস্কৃতি আকাদেমির সাংস্কৃতিক” মঞ্চে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : দীপাবলীর বর্ণাময় আলোকিত উৎসবের মাঝে এক ঝাঁক কবি সাহিত্যিক ও সাহিত্যনুরাগীদের উপস্থিতিতে বাগদার ঐতিহ্যবাহী ক্লাব ‘ঐক্য সন্মিলনী’-এর “বাগদা শিল্প-সংস্কৃতি আকাদেমির সাংস্কৃতিক” মঞ্চে অনুষ্ঠিত হল বাগদা শিল্প-সংস্কৃতি আকাদেমির সাংস্কৃতিক মুখপত্র ‘বালার্ক’, সম্পাদক অচিন্ত কুমার বিশ্বাসের ‘এবং কোদালিয়ার’ শিউলি সংখ্যা ১৪২৯ ও ‘৯ ঋক'(লিরিখ) নামক তিন-তিনটি সাহিত্য পত্রিকার প্রকাশনা উৎসব। উক্ত প্রকাশনা উৎসবে সভাপতির আসন অলংকৃত করেন, এলাকার অন্যতম সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সমাজ সেবক ছড়াকার ধীরাজ বিশ্বাস,
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাংবাদিক উত্তম কুমার সাহা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষক, সমাজসেবী ও এলাকার সাংস্কৃতিক ব্যাক্তিত্ব পূর্ণিমা বিশ্বাস। এ ছাড়াও প্রকাশনা উৎসবে জেলার অসংখ্য কবি-সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন,কবি সৌরজিৎ দাস, জয়দীপ চক্রবর্তী, সংগীত শিল্পী শান্তনু বিশ্বাস, কবি মহানন্দ ঢালী,কবি অজিত বিশ্বাস, শব্দচিহ্ন “পত্রিকার সম্পাদক হরিপদ বিশ্বাস,কবি হরিমোহন পাল, দুটি প্রাণ”পত্রিকার সম্পাদক রবীন্দ্রনাথ চৌধুরী, বাচিক পিল্পী আমৃতা বিশ্বাস, কবি দীপা হালদার, প্লাবন হালদার,প্রদীপ হালদার, অরিন্দম চক্রবর্তী, সুশান্ত রায়, বিশিষ্ঠ কবি ও সাহিত্যিক সজলরঞ্জন হালদার প্রমূখ। তরুণ কবি,চিত্রশিল্পী মানব অধিকারীর দ়ক্ষ সঞ্চালনায় প্রকাশনী অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক উত্তম কুমার সাহা, সমাজ সেবক ছড়াকার ধীরাজ বিশ্বাস, কবি অচিন্ত কুমার বিশ্বাস প্রমূখ। কবিতা আবৃতি করেন, পূর্ণিমা বিশ্বাস, অনুপ্রিয়া বিশ্বাস, অমৃতা রায় প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি যার মস্তিস্ক প্রসূত ও সুনিপুন নির্দেশনায় সমৃদ্ধ হয়, তিনি বাগদা ব্লকের সাংস্কৃতিকাশের উজ্জ্বল নক্ষত্র, বাগদা ব্লকের শিল্প, সাহিত্য, সাংস্কৃতি মন্ডলের অন্যতম ধারক ও বাহক, এলাকার উদীয়মান কবি সাহিত্যিকদের গুরুস্থানীয় তথা পথ প্রদর্শক, সর্ব্বজন শ্রদ্ধেয় সজল রঞ্জন হালদার মহাশয়। তিনি প্রকাশনা উৎসবের আমন্ত্রিত অতিথিদ্বয় এবং উপস্থিত কবি সাহিত্যিকদেরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বাগদার শিল্প সাহিত্য আকাদেমীর তরুণ কবিদের পদচারণে আগামীর কবিতা আরও শাণিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।