তিন দিনব্যাপী নাট্য কর্মশালা
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, তরুণ তুর্কি নাট্যদল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থা আয়োজিত ১০,১১ ও ১২ ই মে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা চলে খাঁটুরা চক্রবর্তী নাচ দলের নিজস্ব ধ্রুবতারা প্রাঙ্গণে।সংস্থার সম্পাদিকা তনুশ্রী দেবনাথ দত্ত প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মশালা চলে। দলের সকল সদস্যরা এখানে অংশগ্রহণ করে। ছোটো, বড়ো সব মিলিয়ে কর্মশালায় মোট ৩২ জন অংশ নেয়।
প্রশিক্ষক হিসেবে ছিলেন দলের সদস্য, অভিনেতা এবং পরিচালক দীপাঙ্ক দেবনাথ। তিনি জানান , গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা আয়োজিত বর্ষ ব্যাপী জাতীয় নাট্য মেলা
‘২৩-২৪ এর শুভ সূচনা হয়েছিল ১৮ ই এপ্রিল ২০২৩। আজ ১১ই মে আমাদের উৎসবের ২৩ তম দিনে শুরু হল বাংলা থিয়েটার ভিত্তিক নাট্যকর্মশালা।
তিনি এও বলেন এই তিন দিনে আকাঙ্ক্ষার সকলে মিলে তৈরি করেছে এক অন্য স্বাদের নাটক। যা গতানুগতিক নাট্য চর্চার বাইরের এক ভাবনা। পাঁচ থেকে পঞ্চাশ সকলের উৎসাহ ই ছিল চোখে পড়ার মতো।