দুই দিন ব্যাপী জমজমাট লোক-সংস্কৃতি মেলা কাশীপুর নবীন সংঘের।
পারফেক্ট টাইম নিউজ রিপোর্টার ওমর ফারুকের সাথে ক্যামেরায় ইয়াদ আলী মন্ডল : শুনশান নীরবতা ভেঙে রাতের আকাশে ধ্রবতারার মত জ্বলে উঠেছিল কাশীপুর নবীন সংঘের এক গুচ্ছো দুর্দান্ত পারফরম্যান্স। গত ৯ই নভেম্বর ও ১০ই নভেম্বরকালীপুজো উপলক্ষ্যে দুই দিন ব্যাপী জমজমাট লোক-সংস্কৃতি মেলা হল কাশীপুর নবীন সংঘের পরিচালনায়।
এই লোক-সংস্কৃতি মেলায় জনসমাগমও ছিল চোখে পড়ার মত। বাঁধ ভাঙা জোয়ারের মত সীমান্তবর্তী গ্রাম গুলোর বিভিন্ন প্রান্ত থেকে জনস্রোত এসে আছড়ে পড়েছিল কাশীপুর বটতলায়।
দীর্ঘ দিন করোনা মোকাবিলায় লকডাউনে বোর হয়ে আসা উৎসুক গ্রামবাসীরা সময়োপযোগী নাটক ও লোক সাংস্কৃতি থেকে হারিয়ে যাওয়া ‘পুতুল নাচ’, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাউল তথা লোকগান ও আন্তর্জাতিক মানের জাগলারের জাগলিং দেখতে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারাদিনের নানা কাজের অবসরে মিলিত হয়েছিল কাশীপুর বটতলার দুই দিন ব্যাপী জমজমাট লোক-সংস্কৃতি মেলায়।
কাশীপুরের উদীয়মান শিল্পী পিয়ালী দাস রচিত ও নির্দেশিত বহুজনের প্রশংসিত সময়োপযোগী নাটক ” লক্ষীর ভান্ডার”। এই নাটকে বিভিন্ন ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছে দিয়া দাস, মহুয়া বিশ্বাস, অঙ্কিতা দাস, দেবলীনা দাস, চিত্রা শিকদার, রনিত বিশ্বাস, সৃষ্টি দাস প্রমুখ। বাউল ও লোকগীতির আসর মাতান রাজেন দাস বাউল, রমেশ মন্ডল, কোমল ক্ষ্যাপা, রেনুকা মৃধা, রিপন মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানটিতে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদা ব্লকের হারিয়ে যাওয়া লোকসংস্কৃতির পুনঃনির্মাণের অন্যতম মাইলফলক, বাগদার লোক-সাংস্কৃতিকাশের নক্ষত্র সাংস্কৃতিক মনা শিক্ষক তথা গীতিকার অনুপ বিশ্বাস, কাশিপুর নবীন সংঘের সম্পাদক সুভাষ চন্দ্র দাস, বিশ্বজিৎ মন্ডল, বিদ্যুৎ শিকদার, সন্দীপন দাস, নিশীথ দাস, পল্লব ঢালী, পূর্ণিমা বিশ্বাস, কল্যাণী দাস, দীপিকা বিশ্বাস, সুনীতা শিকদার, মিনতি দাস প্রমুখ। উল্লেখ্য, অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল হুগলী থেকে আগত আন্তর্জাতিক জাগলার লক্ষীনারায়ন দাসের অনবদ্য জাগলিং।