তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হল বাগদা ব্লকের সর্ব্বত্র
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার ওমর ফারুক : বাগদা, আজ সারা পশ্চিমবঙ্গের মত বাগদা ব্লকের বিভিন্ন অঞ্চলে সাড়ম্বরে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী। দিবস উদযাপন উপলক্ষ্যে বাগদার পূর্ব ও পশ্চিম ব্লকের সভাপতিদ্বয় পরিতোষ কুমার সাহা ও অঘোর চন্দ্র হালদারের উদ্যোগে বিভিন্ন প্রকার কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
জানা গেছে আজ ১লা জানুয়ারী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পশ্চিমবঙ্গ সহ আরও ৬ রাজ্যে পালিত হয়, তবে সেটা ছিল ভার্চুয়ালী। পশ্চিমবঙ্গের পাশাপাশি যে রাজ্যে গুলিতে ভার্চুয়ালী প্রতিষ্ঠা দিবস পালিত হয় সেগুলি হচ্ছে, ত্রিপুরা, গোয়া, গুজরাত, হরিয়ানা, মেঘালয় ও উত্তরপ্রদেশ।
দলীয় সূত্রে প্রকাশ, তৃনমুল কংগ্রেস দলটাকে জাতীয় স্তরে নিয়ে যেতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০২৪ এর লোকসভা নির্বাচনকে টার্গেট করে মিশন ২০২৪ এবার রীতিমতো চিন্তার ভাঁজ ফেলে দিল বিরোধীদের কপালে এমনটাই বক্তব্য স্থানীয় নেত্রবৃন্দের।