তৃনমুল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকীতে হাসপাতালে ফল বিতরণ করলো বাগদা বিধান সভার তৃনমুল কংগ্রেসের ক্রীড়া সেল।
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার দীপ্যমান সাহা : তৃনমুল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাগদা গ্রামীন হাসপাতালে ফল বিতরণ করলো বাগদা বিধান সভার তৃনমুল কংগ্রেসের ক্রীড়া সেল। সদ্য দ্বায়িত্বপ্রাপ্ত পোড় খাওয়া রাজনীতিবীদ দীর্ঘদিনের ব্লক পর্যায়ের ছাত্র রাজনীতিতে অভিজ্ঞ বিপ্লব সরকার সম্প্রতি বনগাঁ সাংগঠনিক জেলার তৃনমুল কংগ্রেসের সভানেত্রী আলো রানী সরকারের হাত থেকে নিয়োগপত্র গ্রহন করে বাগদা বিধান সভার তৃনমুল কংগ্রেসের ক্রীড়া সেলের দ্বায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম কর্মসূচি বাগদা হাসপাতালে ফল বিতরণের মাধ্যমে বাস্তবায়িত হলো।
এদিন বাগদা বিধান সভার তৃনমুল কংগ্রেসের ক্রীড়া সেলের সভাপতি বিপ্লব সরকারের কর্মসূচিতে সহযোগিতা করেন, বাগদা পূর্ব ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহা।