ধর্মীয় খবর।

“তোমাদের চৈতন্য হোক”-কল্পতরু উৎসবে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ভক্তবৃন্দ

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার ইউ সাহা : ১লা জানুয়ারী ২০২৩। ইংরেজী নববর্ষ তো বটেই, তবে সকল সনাতনীদের কাছে দিনটির গুরুত্ব অপরিসীম, ঐ দিন কল্পতরু উৎসব। ১৮৮৬ সালের ওই দিনেই কাশীপুর উদ্যান বাটীতে বিকেলে শ্রী রামকৃষ্ণ দেব কল্পতরু রূপে আবির্ভূত হয়ে গিরীশ ঘোষ সহ অন্যান্য ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাদ করে বলেছিলেন “তোমাদের চৈতন্য হোক”। সেই দিন থেকেই ১ লা জানুয়ারী উদযাপিত হয়ে আসছে কল্পতরু উৎসব। এই পবিত্র দিনে জগৎ জননীর কৃপায় ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদে সকল মানুষের চেতনার চৈতন্য হোক এই কামনা করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *