থিয়েটার ইন এডুকেশন এর অধীনে গোবরডাঙ্গার রবীন্দ্র নাট্য সংস্থার তিনদিন ব্যাপী নাট্য কর্মশালা
নীরেশ ভৌমিক : থিয়েটার ইন এডুকেশন এর পার্ট হিসেবে গোবরডাঙ্গার রবীন্দ্র নাট্য সংস্থা, খাঁটুরা প্রীতিলতা শিক্ষা নিকেতন বালক বিভাগে আয়োজন করলো তিনদিন ব্যাপী একটি নাট্য কর্মশালা।
কর্মশালার প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য। ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই নাট্য কর্মশায় ১৫ জন ছাত্র অংশ গ্রহণ করে।
ছাত্ররা দুটি বিভাগে সামাজিক সচেতনতা মূলক দুটি নাটক তৈরি করে যা তাদের জীবনে চলার ক্ষেত্রে সহায়ক হবে। নাট্য কর্মশালার শেষে সকল শিক্ষার্থীদের মানপত্র প্রদান করা হয়।
এই কর্মশালা বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন সম্পাদক প্রদীপ ভট্টাচার্য এবং সদস্য দেবব্রত মজুমদার।