দক্ষিণ ২৪ পরগণার ভাঙর ব্লকের পোলেরহাটে কৃষক সভা ইফকোর
নীরেশ জৌমিক : দেশের বৃহত্তম সার প্রস্তুতকারী সংস্হা ইন্ডিয়ান ফার্মাস ফার্টিলাইজার কো-অপারেটিভ লিঃ এর উদ্যোগে গত ২৫শ সেপ্টেম্বর এক কৃষি বিষয়ক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় দক্ষিণ ২৪ পরগণার ভাঙর-২ ব্লকের পোলের হাটে।
এ দিনের এই কৃষি বিষয়ক আলোচনা চক্রে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে দেড় শতাধিক কৃষিজীবি মানুষ উপস্থিত হন। উপস্থিত সকল কৃষিজীবি মানুষকে ইফকার জেলা ফিল্ড ম্যানেজার মিঃ রীতেশ ঝাঁ শুভেছা ও অভিনন্দন জানান।
উক্ত কৃষি বিষয়ক আলোচনা চক্রে ইফকোর বিশিষ্ঠ আধিকারিক গণের মধ্যে উপহিত ছিলেন, রাজধানী দিল্লীর চিপ মার্কেটিং ম্যানেজার মিঃ রাজনীশ পান্ডে এবং ইফকোর ষ্টেট মাকেটিং ম্যানেজার মিঃ স্বপন রায়, ছিলেন কলকাতা এগ্রিকালচার সার্ভিসের আধিকারিক মিঃ ডি, দত্ত প্রমুখ।
কৃষি বিষয়ক আলোচনা সভায় ইফকোর চীপ মার্কেটিং ম্যানেজার মিঃ রাজনীশ বাবু এবং ষ্টেট মার্কেটিং ম্যানেজার স্বপন বাবু ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডি.এ.পি (তরল)সারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।
সেই সঙ্গে বক্তারা ন্যানো ডি.এ.পি তরল সার জলের সাথে মিশিয়ে ফসলে স্প্রে করার পদ্ধতি এবং এই সার ব্যবহারে ভালো ফসল পাবার কথাও জানান। বিশিষ্ট কৃষি বিশেষজ্ঞ ও আধিকারিক গন এদিন ন্যানো ইউরিয়া ছাড়াও ইফকোর পস্তুতকৃত সাগরিকা বায়ো ফাটিলাইজার,
প্রাকৃতিক পটাশ ইত্যাদি সার জমিতে ও ফমলে ব্যবহারের বিষয়েও আলোকপাত করেন। এদিনের কৃষকসভায় উপস্থিত কৃষিজীবী মানুষজনের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।