দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরে খুচরো সার বিক্রেতাদের সাথে বৈঠক ইফকোর আধিকারিকদের
নীরেশ ভৌমিক : গত ৯ ই অক্টোবর দক্ষিণ ২৪ পরগণার ভাঁঙ্গর ব্লক-২ এর পাকাপোলে এলাকার খুচরো সার বিক্রেতাদের সাথে দেশের সু-প্রাচীন সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিঃ (IFFCO) এর আধিকারিকদের এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইফকোর কলকাতা অফিসের কৃষি সেবা প্রবন্ধক মি: অজিত ভট্টাচার্য ছাড়াও ছিলেন ইফকোর জেলার ফিল্ড ম্যানেজার বিশিষ্ট কৃষি ও সার বিশেষজ্ঞ মিঃ রীতেশ ঝা।
৪২জন সার ব্যবসায়ীর সমাবেশে ইফকোর কৃষি সেবা আধিকারিক শ্রী ভট্টাচার্য দেশের ঐতিহ্যবাহী সার প্রস্তুতকারী সংস্থা ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) সারের গুনাগুন এবং জমি ও ফসলে ব্যবহারের পদ্ধতি বিস্তারিতভাবে ব্যক্ত করেন।
ইফকোর উল্লেখযোগ্য সার সাগরিকা, প্রাকৃতিক পটাশ সহ বিভিন্ন কীটনাশকের ব্যবহার সম্পর্কে বিশদে আলোচনা করেন ইফকোর জেলার ফিল্ড ম্যানেজার মিঃ ঝা।
সভায় ইফকোর আধিকারিকদ্বয় সমবেত সার বিক্রেতাদের প্রতি কৃষির উন্নতিতে এবং ভালো ফসল পেতে ইফাকোর ন্যানো ডিএপি (তরল) সহ অন্যান্য সার এবং কীটনাশক ব্যবহারের জন্য কৃষকদেরকে উৎসাহিত করার আহ্বান জানান।