কৃষিরাজ্য

দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং-এর তাম্বুলদহ ও নাগরাতলায় ইফকোর কৃষক সভা

নীরেশ ভৌমিক : নাগরাতলা ও তাম্বুলদহ তাম্বুলদহ গ্রামে দেশের অন্যতম সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোম্পানীর (ইফকো)-এর উদ্যোগে এলাকার কৃষকদের নিয়ে কৃষি বিষয়ক সভা হয়। সভায় ইফকোর জেলারঞয ফিল্ড ম্যানেজার বিশিষ্ট সার ও কৃষি বিশেষজ্ঞ রীতেশ ঝা সমবেত কৃষকদের সামনে ইফকোর

যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) সার ব্যবহার এবং তরল সার ব্যবহারের পদ্ধতি তুলে ধরে বক্তব্য রাখেন। জমি ও ফসলে ইফকোর ন্যানো সার ব্যবহার ও তার প্রয়োগ পদ্ধতি এবং এই সার ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন কৃষি বিশেষজ্ঞ রীতেশ জী।

সেই সঙ্গে ইফকোর সাগরিকা, বায়ো-ফার্টিলাইজার ও প্রাকৃতিক পটাশ ইত্যাদি সারের ব্যবহারের ও প্রয়োনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এদিনের কৃষি বিষয়ক আলোচনা সভায় উপস্থিত কৃষিজীবি মানুষজনের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা চোখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *