দক্ষিন ২৪ পরগণা জেলায় একই দিনে ৩টি কৃষক সভা ও কম্বল বিতরণ ইফকোর
নীরেশ ভৌমিক: ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোম্পানীর (IFFCO) উদ্যোগে একই দিনে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩টি ব্লকে কৃষক সভা ও শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হল গত ১৭ ফেব্রুয়ারি।
এদিন শুরুতে জেলার- বাসন্তি ব্লকের নফরগঞ্জ সমবায় ও দক্ষিন রামচন্দ্রখালি কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে এবং অপরাহ্নে বারুইপুর ব্লকের বেত বেরিয়াতে সমবেত কৃষকদের নিয়ে কৃষি বিষয়ক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়।
এদিনের ৩টি কৃষক সভায় উপস্থিত ১২০ জন কৃষিজীবী মানুষের হাতে ইফকোর পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল তুলে দিয়ে শুভেচ্ছা জানান ইফকোর জেলার ফিল্ড ম্যানেজার মিঃ রীতেশ ঝা।
রীতেশ জী এদিন কৃষি আলোচনা চক্রে উপস্থিত কৃষকদের সামনে ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি (তরল) সার ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন এবং এই তরল সার জলে গুলে ব্যবহারের পদ্ধতিও জানান। সেইসঙ্গে ইফকোর সাগরিকা, বায়োফার্টিলাইজার ও ন্যাচারাল পটাশ ইত্যাদি সার জমি ও ফসলে ব্যবহারের আহ্বান জানান।