দত্তপুকুর থানার উদ্যোগে ড্রাগ বিরোধী প্রচারাভিযানে ‘ঠাকুরনগর মাইম একাডেমী’
নীরেশ ভৌমিক : ড্রাগ সেবনের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বারাসাত পুলিশ জেলার অধীনস্থ দত্তপুকুর থানা কর্তৃপক্ষ।
‘ড্রাগের নেশা সর্বনাশা’ এই বিষয়টি সাধারণ মানুষজনকে বোঝাতে এবং নেশাখোরদের বিভিন্ন প্রকার নেশা করা থেকে বিরত থাকতে দত্তপুকুর থানা জেলার বিভিন্ন নাট্যদল ও মূকাভিনয় শিল্পীদের কাজে লাগাচ্ছে।
দত্তপুকুর থানার আহ্বানে গত ২৬ জুন ঠাকুরনগর মাইম একাডেমী অফ কালচার এর মূকাভিনয় শিল্পীগণ দত্তপুকুর থানা এলাকার বিভিন্ন জনবহুল এলাকায় মূকাভিনয় এর মাধ্যমে সাধারণ মানুষজনকে সচেতন করার প্রয়াস চালান।
একাডেমীর কর্ণধার বিশিষ্ট মূকাভিনেতা চন্দ্রকান্ত শিরালী জানান, এদিন তারা ‘নতুন জীবন’ শীর্ষক ড্রাগ বিরোধী নাটিকা পরিবেশন করেছেন।
পথ চলতে বহু মানুষ দাঁড়িয়ে শিক্ষামূলক নাটকটি দেখেন। এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন দত্তপুকুর থানা কর্তৃপক্ষের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।