দত্তপুকুর দৃষ্টির নাট্যোৎসবে মঞ্চস্থ হবে ৬ টি নাটক
নীরেশ ভৌমিক : গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় মঙ্গলদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে মহাসমারোহে শুরু হয় দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা আয়োজিত নাট্য উৎসব-২০২৩। স্থানীয় নিবাধুই মান্না পাড়ায় দৃষ্টির নবনির্বিত শিল্পশালায় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন,
বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিস দাস, আশিস চ্যাটার্জী, অভিক ভট্টাচার্য, জীবন অধিকারী, নাট্যমোদী সুব্রত রায় ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য দীপ্তেন্দু কুমার রায় প্রমূখ। উদ্যোক্তারা সকলকে পুষ্পস্তবক, শীতবস্ত্র ও মানপত্র প্রদানে বরণ করে নেন।
স্বাগত ভাষণে দৃষ্টির প্রাণপুরুষ বুদ্ধদেব ভট্টাচার্য উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নাট্যচর্চা ও প্রসারে দৃষ্টির দীর্ঘ ৩৩ বৎসরের পথ চলার ইতিবৃত্ত তুলে ধরেন। উপস্থিত অতিথিবৃন্দ নাট্য আন্দোলনে দৃষ্টির কর্ণধার বুদ্ধদেব বাবু সহ সংস্থার সকল সদস্য ও
নাট্যকর্মীদের নিরলস প্রয়াসকে সাধুবাদ জানান। স্থানীয় পঞ্চায়েত সদস্য শ্রী রায় তাঁর বক্তব্যে দৃষ্টির নাট্য প্রয়াসের প্রশংসা করেন এবং সংস্থার সার্বিক উন্নয়ন ও প্রসারে সর্বদা পাশে থাকার আশ্বাস প্রদান করেন। দৃষ্টির কর্ণধার বুদ্ধদেব বাবু জানান,
৩ দিন ব্যাপী আয়োজিত এবারের নাট্যোৎসবে মোট ৬ খানি নাটক মঞ্চস্থ হবে। এর মধ্যে রয়েছে সংস্থার ৩ টি নাটক। এছাড়াও আমন্ত্রিত দলের ৩ খানি নাটক নাট্যোৎসবে পরিবেশিত হবে। এদিন উদ্বোধন অনুষ্ঠান শেষে আয়োজক দত্তপুকুর দৃষ্টি প্রযোজিত ঐশী ভট্টাচার্য
নির্দেশিত নাটিকা ‘জোনাকিরা’ মঞ্চস্থ হয়। নাটকটিতে সমাজে নারীদের বর্তমান অবস্থা সুন্দরভাবে ফুটে উঠেছে। ঐশী,অহনা ও গার্গীর অনবদ্য অভিনয়ে সমৃদ্ধ নাটকটি সমবেত দর্শক সাধারনের উচ্চসিত প্রশংসা লাভ করে।