খেলার খবর।বিনোদন

দশ দিনব্যাপী নাট্য কর্মশালা গোবরডাঙ্গা চিরন্তনের

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, ৮থেকে ১৮ ই মে ২০২৩ দশ দিনব্যাপী নাট্যনির্মাণ ভিত্তিক (প্রোডাকশন ওরিয়েন্টেড) নাট্যকর্মশালা আয়োজন করেছিল গোবরডাঙ্গা চিরন্তন। গরমের ছুটি পড়ে গেলেও মেদিয়া বাস্তুহারা উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালায় ছাত্র-ছাত্রীদের উৎসাহ চোখে পড়ার মতো।

মোট ১৬ জন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করেছিল ১০ দিনে আঙ্গিক বাচিক, মেমোরি গেম, তাল, লয়, ছন্দ,প্রশিক্ষণের পাশাপাশি একটি নাট্য নির্মাণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে ইঁদুরের ভোজ নাটিকাটি ১৮ তারিখের কর্মশালা শেষে প্রদর্শিত হয় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মাস্টার অদ্রীস দাস ,লক্ষণ বিশ্বাস,

দিশা সরদার ,সুতপা কর্মকার এবং চিরন্তনের পরিচালক অজয় দাস। ইঁদুরের ভোজ নাটকের শেষে মেদিয়া বাস্তহারা উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক তপন সরকার মহাশয় চিরন্তনের পরিচালক তথা নাট্য কর্মশালা প্রশিক্ষক অজয় দাস মহাশয় কে সম্মাননা জ্ঞাপন করেন ।

পরিশেষে চিরন্তনের পক্ষ থেকেও স্মারক এবং ব্যাজ পরিয়ে শ্রী তপন সরকার মহাশয়কে সম্মাননা দেওয়া হয়। পরন্তু চিরন্তনের পরিচালক অজয় দাস বলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ এবং শিক্ষা কর্মী সোমা দত্ত এবং বিশ্বনাথ দাসের সহযোগিতা মনে রাখার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *