দাদাগিরিতে সাফল্য ঢাকুরিয়ার ছাত্র শিলাদিত্যের
নীরেশ ভৌমিক: দূরদর্শনের জি বাংলা চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান স্বনামধন্য ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী পরিচালিত দাদাগিরি’র সিজন-১০ এ অংশগ্রহণ করেন চাঁদপাড়ার ঢাকুরিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী।
দাদাগিরির সাম্প্রতিক এই এপিসোডে অংশ নিয়ে বিদ্যালয়ের একাদশ শ্রেণীর পড়ুয়া শিলাদিত্য সরকার গুগলির একটি কঠিন প্রশ্নের উত্তর দিয়ে সকলের নজর কাড়ে।
পরিচালক সৌরভ গাঙ্গুলী শিলাদিত্যর প্রশংসা করেন। পুরস্কার স্বরূপ তার হাতে শংসাপত্র ও গোল্ড কয়েন তুলে দিয়ে শিলাদিত্যকে শুভেচ্ছা জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শিলাদিত্যর এই বিরাট সাফল্য ও পুরস্কার লাভে যার পর নাই খুশি তার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীগণ। সেই সঙ্গে আনন্দিত শিলাদিত্যের আত্মীয় পরিজন সহ পাড়া-প্রতিবেশীগণ।