দিনে দুপুরে চুরি বাগদার মামাভাগিনা রামনগরে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বাগদার মামাভাগিনা রামনগরে। বাড়ির মালকিন অপর্ণা রায় বাগদা থানায় অভিযোগ দায়ের করেন যে, দুপুরে কয়েক মিনিটের জন্য বসত ঘরে তালা না দিয়েই অন্যান্য দিনের মত একটা বিশেষ কাজে পাশের বাড়ি যেতেই কে কাহারা তার ঘরে ঢুকে শো-কেচের লকারে রাখা নগত টাকা, স্বর্ণালঙ্কার ও রূপোর গহনা মিলিয়ে আড়াই লক্ষ টাকার মত জিনিস নিয়ে চম্পট দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ কিন্তু এ সংবাদ লেখার সময় পর্যন্ত কাউকে ধরা বা চুরির মাল উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। এই ধরনের চুরি বিশেষ করে গ্রম এলাকায় হয়না বললেই চলে। গ্রামের সহজ সরল মানুষ গুলো সধারনত বেশি সময়ের জন্য কোথায় গেলে তবেই বসত ঘরে তালা দিয়ে থাকে। এই ঘটনায় রীতিমত চিন্তার ভাজ পড়েছে সরল গ্রামবাসীদের কপালে।