আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানঅন্যান্য।স্বাস্থ্য

দীঘা শক্তি সংঘের উৎসবের রক্ত দিলেন ৭১ জন

নীরেশ ভৌমিক: গত ২৪ ডিসেম্বর সকালে স্থানীয় বিধায়ক স্বপন মজুমদার কর্তৃক প্রদীপ প্রোজ্বলন বস্ত্রদান ও বৃক্ষচারা রোপনের মধ্য দিয়ে চাঁদপাড়ার দীঘা শক্তি সংঘ আয়োজিত ৪২ তম বর্ষের মিলনোৎসবের সূচনা হয়।

সন্ধ্যায় দীঘা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের সুসজ্জিত মঞ্চে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে পৌরহিত্য করেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল কৃষ্ণ ঘোষ। উপস্থিত সকল বিশিষ্টজনদের প্রস্ফুটিত গোলাপ ও উত্তরীয় প্রদানে বরণ করে নেন ক্লাব সদস্য’গণ।

ক্লাব সম্পাদক ক্ষুদিরাম বণিক ও রুদ্রপ্রসাদ ঘোষ উপস্থিত সকলকে স্বাগত জানান। সুস্থ-সংস্কৃতির চর্চা ও প্রসারে দীঘা শক্তি সংঘের এই মহতী উদ্যোগকে উপস্থিত বিশিষ্টজনারা সকলে সাধুবাদ জানান।

দ্বিতীয় দিন মধ্যাহ্নে অনুষ্ঠিত স্বেচ্ছা রক্তদান শিবিরে ৭৯ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত দাতাদের মধ্যে বেশ কয়েকজন মহিলার উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

উদ্যোক্তা ও রক্তদাতাদের শুভেচ্ছা জানাতে শিবিরে আসেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাপী দাস, স্থানীয় ডুমা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান লক্ষ্মী ঘোষ ও ক্লাবের প্রতিষ্ঠাকালের সদস্য ও প্রভাষ ঘোষ প্রমুখ।

এদিন সন্ধ্যায় স্বনামখ্যাত কবিয়াল অসীম সরকারের কন্ঠে কবিগান সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে। অনুষ্ঠান কমিটির সম্পাদক রাজদীপ মন্ডল ও সভাপতি রুদ্রপ্রসাদ জানালেন ৫দিন ব্যাপী আয়োজিত উৎসবে উল্লেখযোগ্য অনুষ্ঠান গুলির মধ্যে রয়েছে

অংকন, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা, রয়েছে বিনাব্যয়ে স্বাস্থ্যশিবির ও ড্যান্স হাঙ্গামা, বাংলা ব্যান্ড, যেমন খুশি সাজো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং শেষ দিনে রয়েছে বহিরাগত শিল্পী সমন্বয়ে বিচিত্রানুষ্ঠান। দীঘা শক্তি সংঘ আয়োজিত এই সাংস্কৃতিক উৎসবকে ঘিরে এলাকার সংস্কৃতি প্রেমী মানুষজনের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *