আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবরস্বাস্থ্য

দীপাবলীতে অংকন ও যোগাসন প্রতিযোগিতা নেতাজী ক্লাবে

নীরেশ ভৌমিক : বিগত বৎসরগুলির মত এবারও শ্যামা পূজো ও দীপাবলি উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপাড়া স্টেশন সংলগ্ন ঢাকুরিয়া নেতাজী ক্লাবের সদস্যগণ। পুজোর দিন মধ্যাহ্নে বসে আঁকো প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া’গণ অংশগ্রহণ করে।

অপরাহ্ণের যোগ প্রশিক্ষক প্রসেনজিৎ দত্তের পরিচালনায় আয়োজিত যোগাসন প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত যোগ শিক্ষার্থী’গণ কয়েকটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়।

রাজ্য স্তরের প্রতিযোগী অঙ্কিতা বালা ও স্নেহা সাহার অধিনায়কত্বে অনুষ্ঠিত যোগাসন প্রতিযোগিতা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগী’গণের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুজোর অন্যান্য দিনগুলোতে সুসজ্জিত আলোকোজ্জ্বল মঞ্চে অনুষ্ঠিত সংগীত ও নৃত্যের অনুষ্ঠানে সংস্কৃতি প্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *