দুইদিনের কত্থক নৃত্য, মূকাভিনয় এবং ক্র্যাফট এর কর্মশালা বানীপুরের পুষ্পপুট একাডেমি অফ পারফর্মিং এন্ড ভিজ্যুয়াল আর্টসের

নীরেশ ভৌমিক : বানীপুর এর পুষ্পপুট একাডেমি অফ পারফর্মিং এন্ড ভিজ্যুয়াল আর্টস দীর্ঘদিন ধরে নৃত্য এবং তার সঙ্গে সঙ্গে নানান সাংস্কৃতিক কার্যকলাপে সক্রিয় ভাবে তার কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

তারই অঙ্গ হিসেবে গত ১৮ এবং ১৯শে জানুয়ারি ২০২৫ এই সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দুইদিনের কত্থক নৃত্য, মূকাভিনয় এবং ক্র্যাফট এর কর্মশালা।

এই কর্মশালায় একাডেমির প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন নৃত্যে সৌভিক পাল, মূকাভিনয়ে ধীরাজ হওলাদার, এবং ক্রাফটে অদ্রীশ কুমার রায়।

শিক্ষার্থীরা প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দুদিনের এই কর্মশালাটি উপভোগ করে। সমস্ত কর্মশালাটি তত্ত্বাবধান ও পরিচালনা করেন একাডেমীর কর্ণধার নৃত্যগুরু শাশ্বতী দাশ।








