দুই দিন ব্যাপি ওপেন তাইকন্ডো চ্যাম্পিয়নশীপে হেলেঞ্চা এ.টি.এস. এ্যাকাডেমির ঝুলিতে ২ টা স্বর্ণ, ৫ টা রৌপ্য ও 8 টা ব্রোঞ্জ পদক
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে জহিরুল ইসলাম : হেলেঞ্চা, দুই দিন ব্যাপি ওপেন তাইকন্ডো চ্যাম্পিয়নশীপ শুরু হয় গত ১৪ ই জানুয়ারী দম দম টালা স্পোটর্স এ্যালিতে। এই চ্যাম্পিয়নশীপে বাগদা ব্লকের হেলেঞ্চা এ.টি.এস. এ্যাকাডেমি থেকে ১৩ জন খেলোয়ার অংশ গ্রহণ করে।
এই ১৩ জন খেলোয়ারের মধ্যে ১১ জন খেলোয়ার পদক বিজয়ী হয়। হেলেঞ্চা এ.টি.এস. এ্যাকাডেমির খেলোয়ারেরা ২ টা স্বর্ণ পদক, ৫ টা রৌপ্য পদক, 8 টা ব্রোঞ্জ পদক ছিনিয়ে আনতে সক্ষম হয় বলে জানা গেছে।
পদক বিজয়ীদের তালিকায় রয়েছে রিত্তিকা বিশ্বাস, জনিফ ইসলাম বিশ্বাস, অভিরুপ দে, আনিফ ইসলাম বিশ্বাস, রীতি বনিক, দেবর্ষী বালা, সায়ন হালদার, অনুষ্কা চৌধুরী, সৃজনী দে, শ্রেষ্ঠা বিশ্বাস প্রমূখ।