দুস্থ পড়ুয়াদের বস্ত্রদান গোবরডাঙার বিবেকানন্দ বিদ্যামন্দিরে

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়ার প্রাক্কালে গোবরডাঙার ঐতিহ্যবাহী বিবেকানন্দ বিদ্যমন্দিরের পড়ুয়ারা এবারও সহপাঠি দুস্থ দের হাতে নতুন পোষাক তুলে দিল।

গত ২৬ সেপ্টেম্বর এদেশে নবজাগরণের দূত পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে বিদ্যালয়ে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে বস্ত্র দান অনুষ্ঠানের সূচনা হয়।

বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকা বাণী রায় চৌধুরী জানান,বিদ্যালয়ের পড়ুয়াদের আর্থিক স্বচ্ছল অভিভাবকগণ বিদ্যালয়ে নতুন পোষাক জমা দেন। দুস্থ এবং পিছিয়ে পড়া সমাজের অভিভাবক যারা তাদের সন্তানদের পুজোর সময় নতুন জামা প্যান্ট কিনে দিতে পারেন না, সেই সমস্ত সহপাঠি শিক্ষার্থীদের হাতে পড়ুয়ারাই নতুন পোষাক তুলে দেন।

প্রধানা শিক্ষিকা বানীদেবী জানান,২০০৮ সাল থেকে প্রতিবছর শারদোৎসবের প্রাক্কালে দুস্থ পরিবারের ছাত্র-ছাত্রীদের মধ্যে পোষাক বিতরন করা হচ্ছে। পড়ুয়া এবং তাদের অভিভাবকগন নিজেরাই পছন্দমত পোষাক বেছে নিতে পারেন।

এ বছর শ’ খানেক পড়ুয়াদের হাতে নতুন জামা প্যান্ট তুলে দেওয়া হয়েছে। শুধু বিদ্যালয়ের ছাত্র ছাত্রী নয়।এলাকার দুস্থ পরিবারের ছেলে মেয়েদের মধ্যেও নতুন এই পোষাক বিতরণ করা হয়েছে।বিদ্যালয়ের সকল শিক্ষিকা ও আগত অভিভাবকগনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে মানবিক এই কর্মসূচি স্বার্থকতা লাভ করে।

এই মহতী কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের সামাজিক দায়বদ্ধতা ও মানুষকে সেবা করার মানসিকতা গড়ে উঠবে বলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন মন্তব্য করেন এবং এই কর্মসূচীকে স্বাগত জানান।











