দূষণ মুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত হল এক সাইকেল ৱ্যালি
নীরেশ ভৌমিক : সাইকেল চালান, পরিবেশ বাঁচান এবং দূষণ মুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সাইকেল ৱ্যালির উদ্বোধন করেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির নবনিযুক্ত সভাপতি ইলা বাগচী ও চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস (রনা )। ছিলেন গাইঘাটার অন্যতম জেলা পরিষদ সদস্যা শিপ্রা বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য ও শিক্ষক মধুসূদন সিংহ প্রমুখ।
উপস্থিত সকলকে স্বাগত জানান, সংস্থার সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক মলয় সানা। বিশিষ্টজনদের পুস্পস্তবক ও উত্তরীয় প্রদানে বরণ করেন অ্যাসোসিয়েশনের সহ -সভাপতি অমল সরকার, সহ -সম্পাদক দেবপ্রসাদ বাইন, সভাপতি উদয় সানা ও অন্যতম সদস্যা অপ্রিতমা সরকার।
স্বাগত ভাষণে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য দূষণমুক্ত স্বচ্ছ ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে তাঁদের এই উদ্যোগ বলে জানালেন সম্পাদক মলয় সানা। উপস্থিত বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে এই সমাজসেবি সংগঠনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী বাগচী জাতীয় পতাকা নাড়িয়ে আয়োজিত সাইকেল ৱ্যালির উদ্বোধন করেন। জেলা পরিষদ সদস্যা শিপ্রা দেবী জাতীয় সড়কে সাইকেল চালিয়ে ৱ্যালির সূচনা করেন।
এসোসিয়েশনের শ ‘খানেক সদস্য এদিন সাইকেল ৱ্যালিতে অংশ নিয়ে গাইঘাটা ব্লকের বিভিন্ন এলেকা পরিক্রমা করে। ৱ্যালিতে অংশগ্রহণকারী সংগঠনের সদস্য ছাত্র -যুবদের মধ্যে বেশ উৎসাহ -উদ্দীপনা চোখে পড়ে।