দেগঙ্গার গোসাইপুরে অনুষ্ঠিত হল ইফকোর কৃষক সভা
নীরেশ ভৌমিক : দেশের বৃহত্তম সার প্রস্তুতকারী সংস্থা ইফকো (IFFCO) ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনায় গত ৩ ফেব্রুয়ারী উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার গোসাইপুরে জেলার ৬২ জন কৃষিজীবি মানুষের অংশ গ্রহনে অনুষ্ঠিত হল এক কৃষক সভা।
ঐ সভায় ইফকোর জেলা ফিল্ড ম্যানেজার তথা বিশিষ্ট কৃষি ও সার বিশেষজ্ঞ মি. রীতেশ ঝা সভায় উপস্থিত কৃষকদেরকে ইফাকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া, ন্যানো পদ্ধতি সাগরিকা বায়ো ফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ, ডিএপি তরলসারের তরল সার জমি ও ফমলে ব্যবহারের উপকারিতা সহ ব্যাবহার পদ্ধতি তুলে ধরেন।
সমবেত কৃষকগনও ইফকোর প্রতিনিধি রীতেশ জীর বক্তব্য মনযোগ সহকারে শোনেন এবং ভালোভাবে বুঝে নেন। এদিনের কৃষি আলোচনা চক্রে সভাকে ঘিরে বেশ উৎসাহ- আগ্রহ পরিলক্ষিত হয়।