দ্বিতীয়বার রাজস্থান সফর করে এলো আকাঙ্ক্ষার প্রযোজনা ‘প্রিয়ম্বদার মৃত্যু’
নীরেশ ভৌমিক : নাটকের শহর গোবরডাঙ্গা আর এই গোবরডাঙ্গার সুপরিচিত তুর্কি নাট্যদল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থা গত ১৮ ই সেপ্টেম্বর রাজস্থানের নির্ভয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে মঞ্চস্থ করলো তাঁদের একটি নিত্যানুষ্ঠান ও দুটি নাটক।
এছাড়াও ছিল একক নৃত্য পরিবেশনায় দলের ছোট্ট ক্ষুদে শিল্পী অহনা দেবনাথ। মাস গড়ালেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার উপর ভিত্তি করেই নিত্যানুষ্ঠান গুণাতিকা। ভাবনায় ও পরিচালনায় ত্রিদিপ চক্রবর্তী।
নৃত্য শেষে মঞ্চস্থ হয় আকাঙ্ক্ষার মঞ্চ সফল প্রযোজনা প্রিয়ম্বদার মৃত্যু, রচনায় আতিকুর রহমান সুজন এবং নির্দেশনায় দীপাঙ্ক দেবনাথ। এই নাটকের মধ্য দিয়ে উঠে আসে শিল্পপ্রেমী মানুষের জীবন যুদ্ধের কাহিনী। শিল্প যদি শিল্পীকে মৃত্যুদণ্ড দেয় তাতে শিল্পীর কি দায় ?
পরবর্তী নতুন নাটক ডক্টর অপূর্ব দে রচিত ও দীপাঙ্ক দেবনাথ পরিচালিত রক্তের ডেলা। বর্তমান সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে সাধারণ মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে অবৈধ সম্পর্ক যুক্ত হয়ে শেষ পর্যন্ত ভ্রূণ হত্যা । নাটক দুটি ই নাট্যপ্রেমী মানুষের এবং দর্শক দের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে।
আকাঙ্ক্ষার সম্পাদিকা তনুশ্রী দেবনাথ দত্ত জানান, বর্ষ ব্যাপি জাতীয় রং বাহারি উৎসবে ৭৫ দিন পূর্তি উপলক্ষে আগামী ১৫ ই অক্টোবর রবিবার গোবরডাঙ্গা পৌর টাউন হলে তাঁদের স্বপ্নের ডালি নিয়ে ও একগুচ্ছ অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন শিল্পীরা। সকলের সাদর আমন্ত্রণ রইলো।