উৎসবজেলার খবরবিনোদনসর্ম্বধনাসাহিত্য ও সংস্কৃতি।

ধ্রুপদী সাংস্কৃতিক অনুষ্ঠান হল রবীন্দ্র নাট্য সংস্থার ৩০ বছর পদার্পণ উপলক্ষ্যে

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রবীন্দ্র নাট্য সংস্থার ৩০ বছর পদার্পণ উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো এক ধ্রুপদী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা করেন প্রখ্যাত নাট্য সমালোচক অংশুমান ভৌমিক উপস্থিত ছিলেন আঞ্চলিক ইতিহাস গবেষক পবিত্রকুমার মুখোপাধ্যায়

অনুষ্ঠানের শুরুতেই মাঙ্গলিক সানাইয়ে মানুষের মন জয় করে নেন সানাই বাদক সুমন গোলদার এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সূচনা করেন সমালোচক অংশুমান ভৌমিক এরপর প্রকাশিত হয় গোবরডাঙ্গার নাটকের প্রায় ২০০ বছরের ইতিহাস।

“গোবরডাঙ্গার নাটক ও যাত্রা অভিনয়ের ক্রমধারা”। বইর লেখক পবিত্রকুমার মুখোপাধ্যায়। বইটি প্রকাশ করেন অংশুমান ভৌমিক, পবিত্রকুমার মুখোপাধ্যায় এবং রবীন্দ্র নাট্য সংস্থার পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য।

এদিন অনুষ্ঠানের প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ এসেছিলেন গোবরডাঙ্গা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের বহু মানুষ। এদিনের অনুষ্ঠানের প্রথমে সানাই এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ধ্রুপদী আঙ্গিকের ভজন পরিবেশন করে করেন উর্মি চক্রবর্তী

এবং সঙ্গতে দেবতোষ নট্য, খেয়াল সংগীত পরিবেশন করে আকন মজুমদার, ভরত নাট্যম নৃত্য পরিবেশন করে তন্ময় মন্ডল, এবং সব শেষে ঠুমরি সংগীত ও নজরুল গীতি পরিবেশন করেন শিল্পী সেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ নাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য জানান রবীন্দ্র নাট্য সংস্থার ৩০ বছর পদার্পণ করল,

এটাকে স্মরণে রাখতেই আমরা উদ্যোগী হয়েছি সারা বছরের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরব, সেই কারণে আমরা প্রথমেই প্রকাশ করলাম গোবরডাঙ্গার নাট্য চর্চার প্রায় দুশো বছরের ইতিহাস। সম্বলিত গ্রন্থ।

পরবর্তী ৩০ বছর সমাপনী অনুষ্ঠানে কেবলমাত্র রবীন্দ্রনাথ নাট্য সংস্থার ৩০ বছরের ইতিহাস নিয়ে বই প্রকাশিত হবে মানুষ সঙ্গে থাকলে মানুষ পাশে থাকলে সবই সম্ভব তা আরো একবার প্রমাণ করল রবীন্দ্র নাট্য সংস্থার পদার্পণ অনুষ্ঠানে মানুষের ঢল দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *