গ্রামের খবর

নওদাপাড়া গ্রামের যানবাহন চলাচলের আযোগ্য রাস্তাটি পাকা করার দাবী নিয়ে বিডিও অফিসে নওদা পাড়া ‘আমরা সীমান্তবাসী’ কমিটি

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা, নওদা পাড়া আমরা সীমান্তবাসী কমিটির অন্যতম ইব্রাহিম দফাদারের উদ্যোগে বাগদা বিডিওতে নওদাপাড়া গ্রামের যানবাহন চলাচলের আযোগ্য রাস্তাটি পাকা করার জন্য আজ ২৮২ জন গ্রামবাসী স্বাক্ষরিত এক আবেদনপত্র জমা দিল বাগদা বিডিও অফিসে।

গ্রামবাসীদের দাবী বাংলাদেশ সীমান্ত লাগোয়া সংখ্যালঘু অধ্যাষিত এই নওদাপাড়া গ্রামটি বরাবরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়ন থেকে বঞ্চিত। বর্ষাকালে এই জল-কাদার রাস্তা দিয়ে গ্রামের ছাত্র-ছাত্রীদের কয়েক কিঃমিঃ দূরে অবস্থিত মামাভাগিনা হাই স্কুলেযেতে, প্রসূতি মায়েদের প্রসব বেদনা হলেও কয়ে কিঃমিঃ দুরে বাগদা হাসপাতালে নিয়ে যেতে যেতেই সে অসুস্থ্য হয়ে পড়ে তারা।

নওদাপাড়া গ্রামের যানবাহন চলাচলের আযোগ্য রাস্তাটির জন্য অন্যান্য গ্রামের মানুষ তাদের ছেলে মেয়েদের এই গ্রামের ছেলে মেয়েদের সাথে বিবাহ পর্যন্ত দিতে চাই না। দীর্ঘ দিনের এই সকল সমস্যার কথা উল্লেখ করে আজ তাদের প্রতিনিধিরা বিডিও সাহেবের স্মরনাপন্ন হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *