রাজ্যসাহিত্য ও সংস্কৃতি।

সময়পযোগী নাটক মঞ্চস্থ হল কোলকাতার প্রসেনিয়াম আর্ট সেন্টারে

নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, গত ৩০ শে জুলাই কোলকাতার প্রসেনিয়াম আর্ট সেন্টারে হয়ে গেল ঠাকুনগর থিয়েট্রিকসের প্রোজযোনা ফিরিয়ে আনতে দাও নাটকটি, নাটকের ভাবনা প্রয়োগে তন্ময় সরকার, জগদীশ ঘরামীর পরিচালনায়,আনুমানিক ৪০ মিনিটের এই প্রজযোনা বাস্তবের জ্বলন্ত উদাহরণ, শিশুদের শৈশব আজকে বিপন্ন, অজান্তেই আমরা

বড়রা ওদের শৈশব থেকে দূরে সরিয়ে রেখেছি, ওদের চাওয়াগুলো না বুঝে বড়রা নিজেদের চাহিদা পূরণ করতে চাইছে, সেখানে প্রতিকী চরিত্র হাবুল, ফুচকা ওদের শৈশব ফিরিয়ে আনার স্বপ্ন দেখায়। ঠাকুনগর থিয়েট্রিকসের এই প্রজন্মের শিশুদের উদ্যেশ্যে শুধু না, বড়দের ও এক বার্তা দিয়ে গেছে।

নাটকে অসম্ভব ভালো বিভিন্ন মুহুর্ত তৈরি করা হয়েছে, বিশেষভাবে শেষ দৃশ্যে কিভাবে শৈশব, প্রকৃতি শেষ করে দিচ্ছি আমরা, তাই তো শৈশব ফিরিয়ে আনতে দাও। এটা শুধু শিশু মন নয় প্রকৃতির জন্য ও, খুব কম সামর্থ্যে পোষাক নির্মাণ দেখার মত, শরীর দিয়ে ও, মঞ্চ নির্মাণ করা যায় সেটাও দর্শকদের বাহবা কুড়িয়েছে,

সল্প আলোকে ও যদি এ নাটক হতে পারে, তাহলে সঠিক পরিসংখ্যান আলোর প্রয়োগ হলে আরও পরিশীলিত হবে, প্রত্যকের অভিনয় চরিত্রপযোগী, তবে আরও মহড়া এ নাটকটিকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। ঠাকুনগর থিয়েট্রিকসের এ প্রযোজনা সাম্প্রতিক সময়ে যথোপযুক্ত বলে মনে করেন নাট্যমদীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *