জেলার খবর

নাট্যায়ন নাট্য উৎসবের ১৪ বছর

চাঁদপাড়া থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : ১৬ই জুলাই ২০২৩ রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় ইছাপুর হাইস্কুলে সাংস্কৃতিক মঞ্চে “দীপা ব্রহ্ম স্মৃতি মঞ্চে” গোবরডাঙ্গা নাট্যায়নের নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও পরিচালক আশীষ চ্যাটার্জী (সদস্য পশ্চিমবঙ্গ নাট্য একাডেমী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশোক পাল প্রধান শিক্ষক ইছাপুর হাই স্কুল ও পতিত পাবন ঘোষ (নাট্যকার পরিচালক) শ্রীপুর রূপায়ণ।

গোবরডাঙ্গা নাট্যায়ন নাট্য সম্মাননা দেয়া হলো প্রেরণা পাল (২০২৩, রাজ্যে উচ্চমাধ্যমিক কে চতুর্থ স্থান অধিকারিনী)। শুদ্ধ প্রয়াত সংগীতশিল্পী ও অভিনেত্রী দীপা ব্রহ্মের স্মৃতি উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করে প্রদীপ প্রজ্জল এর মাধ্যমে গোবরডাঙ্গা নাট্যায়ন নাট্য উৎসব শুভ সূচনা করা হয়। শ্রীপুর রূপায়ণের শিশু শিল্পীদের নৃত্য, অনুষ্কা দা এবং নিকিতা সরকারের সুন্দর নৃত্য পরিবেশিত হয়। এরপর শুরু হয় নাট্যায়ন নাট্য উৎসবের প্রথম নাটক গোবরডাঙ্গা নাট্যায়নের নতুন নাটক , নিরূপ মিত্রের রাস্তা , নির্দেশনায় অরূপ দাঁ ,

সামগ্রিক ভাবনা ও পরিকল্পনা নারায়ণ বিশ্বাস ,আলো প্রতাপ সেন, মঞ্চ প্রদীপ গুহ, আবহ নেপাল ঋষি দাস, অভিনয়ে- রথীন মুখার্জি, প্রদীপ গুহ ,তন্ময় গাঙ্গুলী, সুশংকর মজুমদার, নারায়ণ বিশ্বাস ,সোনালী দাস এবং নমিতা বিশ্বাস। দ্বিতীয় নাটক বাগনা আলো নাট্য সংস্থা ,নাটক- বসু সেন, নির্দেশনায় জয়ন্ত চক্রবর্তী। এই অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর আর্থিক সহায়তায় হয়। নাটকের সমাপ্তিতে গোবরডাঙ্গা নাট্যায়ন এর সম্পাদক নারায়ণ বিশ্বাস সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *