নাট্যায়ন নাট্য মেলা
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, একুশে মে ২০২৩ গোবরডাঙ্গা পৌর টাউন হলে নাট্যায়ন নাট্যমেলা অনুষ্ঠিত হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শংকর দত্ত,(পৌর পিতা গোবরডাঙ্গা পৌরসভা) হৈমন্তী চট্টোপাধ্যায়, (সদস্য, সচিব পশ্চিমবঙ্গ স্টেট একাডেমী ), বিপ্লব কুমার ঘোষ (সাংবাদিক) ,আশিষ চ্যাটার্জি (সদস্য ,পশ্চিমবঙ্গ নাট্য একাডেমী), অসীম পাল (ওসি, গোবরডাঙ্গা থানা)
এবং নাট্যায়ন সম্মান প্রাপক অভীক ভট্টাচার্য্য (সাংবাদিক ও নাট্য সমালোচক), নাট্যায়ন নাট্য সম্মান প্রাপক (সুরজিৎ পাল) সজ্জা শিল্পী। এরপর দুটি নাটক মঞ্চস্থ হয় ব্রাত্যসারথির “পরম্পরা” নির্দেশনা সৌমেন দাস এবং সৌপ্তিকের “তুমি আমাদেরই লোক “নির্দেশনা শিবনাথ কাহার এবং উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন” নৃত্যাল্পনা” নির্দেশনা ভবেশ মজুমদার।
দ্বিতীয় পর্যায়ে শিল্পায়ন স্টুডিও থিয়েটারে ২৭ মে এবং ২৮ শে মে অনুষ্ঠিত হবে সাতটি নাটক। ২৭ মে অনুষ্ঠিত হলো কথা বলা পুতুল শরণ্যা বিশ্বাস (শিল্পাঞ্জলি)। গোবরডাঙ্গা নাট্যায়নের নতুন নাটক “রাস্তা”নির্দেশনা অরূপ দাঁ, সামগ্রিক ভাবনা ও পরিকল্পনা নারায়ণ বিশ্বাস, নাবিক নাট্যমের “লাঠি”নির্দেশনা জীবন অধিকারী, ইমন মাইম সেন্টারের নাটক “জুজুধান” নির্দেশনা জীবন অধিকারী।
২৮ শে মে অনুষ্ঠিত হবে নাটক অমলাকান্তির( টাকি) “সোনালী হৃদয়”নির্দেশনা ঊর্ণাবতী সেন ও মুকুন্দ চক্রবর্তী, বাংলার সিঞ্চন (হালিশহর) “সরল সমীকরণ”নির্দেশনা যোগরাজ চৌধুরী, নাট্য মেলার শেষ নাটক “জোনাকিরা” দৃষ্টি (দত্তপুকুর) নির্দেশনা ঐশী ভট্টাচার্য। গোবরডাঙ্গা নাট্যমেলার তিনদিনের অনুষ্ঠান শেষ হলো তিনদিনের দর্শক সমাগম ছিল দেখার মতো। নাটকের শেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান গোবরডাঙ্গা নাট্যায়নের সম্পাদক নারায়ণ বিশ্বাস সম্পাদক নারায়ণ বিশ্বাস।