“নাট্য মিলন উৎসব-২৩” হল শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী অশোকনগর শহীদ সদনে
নীরেশ ভৌমিক : ১৪ এবং ১৫ই অগাস্ট-২০২৩ শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী অশোকনগর শহীদ সদনে সম্পন্ন করলো “নাট্য মিলন উৎসব-২৩”।১৪ই অগাস্ট বিকাল সাড়ে পাঁচটায় উৎসবের শুভ সূচনা করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুতপেশ চক্রবর্তী মহাশয়।অতিথির আসন আলঙ্কৃত করেন নাট্যকার পরিচালক সৌমেন দাস,নাট্যকার পরিচালক শুভাশিস রায়চৌধুরী,নির্দেশক যোগরাজ চৌধুরী,নির্দেশক জগদীশ ঘরামী মহাশয়। অতিথিবরণ ও ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করে শুরু হয় নাটক প্রদর্শন।প্রথম পরিবেশন করে বিরাটি ব্রাত্যসরথি তাদের “পরম্পরা ” নাটক থিয়েটার কর্মীদের পারিবারিক ও সামাজিক বাধা নিয়ে নাটক সাড়া ফেলে দেয় দর্শক মনে।
এরপর দ্বিতীয় নাটক পরিবেশন করে হালিশহর বাংলার সিঞ্চন পরিবেশন করে নাটক “ময়না দ্বীপের ঠিকানা “জাতীয় সংহ্তি কে আশ্রয় করে নাটক পরিবেশন করে তারা। এই দিনের শেষ নাটক পরিবেশন করে গোবরডাঙা খাঁটুরা চিত্তপট নাট্য সংস্থা।তাদের নবতম প্রযোজনা “মোহনদাসের মূর্তি “।গান্ধীজীর আদর্শে অনুপ্রানিত করতে চিত্তপট দর্শক মনকে ভীষণভাবে নাড়িয়ে দেয়। ১৫ই আগস্ট ২০২৩, ৭৭তম স্বাধীনতার প্রাক্কালে আয়োজক সংস্থা শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী পরিবেশন সম্পূর্ণ দেশ ভক্তির পটভূমিকায় জাতীয়তা বোধের নাটক”রণভূমি “।নাটকটির রচনা নির্দেশনায় রয়েছেন দিলীপ ঘোষ।অভিনয়ে সুজয় রাহা,মাধুরী ঘোষ,শ্রাবণী সর্দার,বিউটি সর্দার এবং দিলীপ ঘোষ এর অভিনয় দর্শক মনকে ভীষণভাবে উজ্জীবিত করে তোলে।
আলোক সম্পাতে মলয় বিশ্বাস প্রশংসার দাবিদার এবং বাপী দাসের আবহ সঙ্গীত দর্শক মনকে উথাল পাথাল করে তোলে। এরপর এই দিনের দ্বিতীয় নাটক পরিবেশন করে গোবরডাঙার নকসা নাট্য সংস্থা ।তাদের “হুলো “নাটক দর্শক মনকে আরও বেশি উজ্জীবিত করে। উৎসবের সর্বশেষ নাটক পরিবেশন করে অশোকনগর অর্ক।তাদের নাটক “অজ্ঞাত রাশি ” নাটক দর্শক আনুকুলতা কে অন্য মাত্রায় নিয়ে যায়।এই উৎসবের সবচেয়ে বড় মাত্রা ছিল বিশিষ্ট নাট্য ব্যক্তি সুতপেশ চক্রবর্তীকে রতন ঘোষ স্মৃতি সম্মানে ভূষিত করা।সবশেষে দলের কর্ণধার দিলীপ ঘোষ বলেন এবারে দর্শক এই উৎসবের জীবন্ত রুপ দিয়েছে।সবশেষে জাতীয় সংগীত পরিবেশন করে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।