জেলার খবর

নাট্য সংস্থা দৃষ্টির উদ্যোগে পালিত হল শিক্ষক দিবস

নীরেশ ভৌমিক : গত ৫ই সেপ্টেম্বর মঙ্গলবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস পালিত হলো “দৃষ্টি”র নিজস্ব নাট্যচর্চা কেন্দ্র শিল্পশালায়। পশ্চিমবঙ্গের জেলাস্তরের নাট্য দলগুলির মধ্যে দত্তপুকুর দৃষ্টি বর্তমানে অন্যতম জনপ্রিয় ও সর্বজনবিদিত একটি দল। ১৯৯০ সালে দল গঠনের পর থেকেই বিভিন্ন গঠনমূলক ও সংস্কৃতিমূলক কর্মকান্ডের মাধ্যমে দৃষ্টি আজ বাংলা থিয়েটার চর্চার জগতে এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

এবারের এই শিক্ষক দিবসের প্রধান তাৎপর্য হলো সমগ্র অনুষ্ঠান টি আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিল ঐশী ভট্টাচার্য্য,অহনা দাস ও জয় বেরা এবং এরা প্রত্যেকেই “দৃষ্টি”র কনিষ্ঠ সদস্য বৃন্দ, দত্তপুকুর দৃষ্টি তাদের দীর্ঘ দিনের থিয়েটার ও সাংস্কৃতি চর্চার মাধ্যমে পরবর্তী প্রজন্ম কে থিয়েটার চর্চায় যে কতটা আকৃষ্ট করতে পেরেছে এর থেকেই তা প্রমাণিত। এদিনের অনুষ্ঠানটি একেবারে ঘরোয়া পরিসরে আয়োজিত হলেও অনুষ্ঠানের বিষয় বস্তু ছিল শিক্ষক দিবস ও ছাত্র- শিক্ষক সম্পর্কের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় কে নিয়ে।

“দৃষ্টি” র নিজস্ব সদস্য বৃন্দ ও কয়েকজন বিশেষ অতিথি সহ প্রায় ২০-২২ জনের একটি মনজ্ঞ আড্ডার আবহে সমগ্র অনুষ্ঠানটি অতিবাহিত হয়। যাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে তাঁরা হলেন বুদ্ধদেব ভট্টাচার্য, গার্গী ভট্টাচার্য, সুরজিৎ দাস প্রবীর দাস, স্বপন দাস, মনোজ ঘোষ, সুমন মিরবহর, শুভব্রত ভট্টাচার্য্য, ঐশী ভট্টাচার্য্য, অহনা দাস, সুস্মিতা দাস, জয় বেরা, তিস্তা পারভীন, টোটন দাস।

উপস্থিত সকলেই এই বিশেষ দিনটিকে নিয়ে তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা ও উপলব্ধি প্রকাশ করেন। আয়োজকদের তরফ থেকে উপস্থিত সকলের জন্যই সম্মাননা ও সামান্য জলযোগের ব্যাবস্থা করা হয়। অনুষ্ঠানের একদম শেষে “দৃষ্টি” র কর্ণধার মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য এই দিনের তাৎপর্য ও আগামীতে তাঁদের থিয়েটার কেন্দ্রিক যে কর্মসূচী সে বিষয়ে বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *